New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/cats_c048b1.jpg)
স্মার্টফোনের বাজারে সুনামি! বুকে কাঁপুনি ধরিয়ে লঞ্চ Realme, Vivo-র সেরা তিন স্মার্টফোন
আপনি যদি আপনার পুরানো স্মার্টফোন বদলের পরিকল্পনা করে থাকেন তাহলে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই বাজারে আসতে চলেছে তিনটি নতুন স্মার্টফোন। আগামী সপ্তাহে, Realme 13 5G সিরিজ এবং Vivo T3 Pro 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই, আসন্ন স্মার্টফোনগুলি নিয়ে মানুষের মধ্যে দেখা গিয়েছে চরম এক উন্মাদনা।
স্মার্টফোনের বাজারে সুনামি! বুকে কাঁপুনি ধরিয়ে লঞ্চ Realme, Vivo-র সেরা তিন স্মার্টফোন
Realme 13 5G Series and Vivo T3 Pro 5G: অগাস্টের শেষে স্মার্টফোনের বাজারে সুনামি তুলতে চলেছে Realme থেকে Vivo! বুকে কাঁপুনি ধরিয়ে লঞ্চ হবে এমাসের সেরা তিনটি স্মার্টফোন।
আপনি যদি আপনার পুরানো স্মার্টফোন বদলের পরিকল্পনা করে থাকেন তাহলে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই বাজারে আসতে চলেছে তিনটি নতুন স্মার্টফোন। আগামী সপ্তাহে, Realme 13 5G সিরিজ এবং Vivo T3 Pro 5G স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই, আসন্ন স্মার্টফোনগুলি নিয়ে মানুষের মধ্যে দেখা গিয়েছে চরম এক উন্মাদনা।
আগামী সপ্তাহে ২৯ শে আগস্ট ঠিক দুপুর ১২ টা! বাজারে ঝড় তুলে লঞ্চ হতে চলেছে Realme 13 সিরিজ। Realme-এর এই আসন্ন সিরিজে, Realme 13 এবং Realme 13 Plus 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। Flipkart-এ Realme 13 5G সিরিজের জন্য একটি মাইক্রোসাইট প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে ফোনে উপলব্ধ কিছু বিশেষ বৈশিষ্ট্য নিশ্চিত করা হয়েছে।
Realme 13 5G সিরিজ স্পেসিফিকেশন: Realme ফোনে MediaTek Dimension 7300 Energy প্রসেসর, 5000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জ, 26GB RAM/256GB স্টোরেজ এবং GT মোডে 90fps গেমিং সাপোর্ট থাকবে।
Vivo T3 Pro 5G লঞ্চের তারিখ: এই Vivo স্মার্টফোনটি ২৭ আগস্ট দুপুর ১২ টায় লঞ্চ হবে। লঞ্চের পরে, এই ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও Flipkart-এ পাওয়া যাবে।
Vivo T3 Pro 5G স্পেসিফিকেশন: ফোনটিতে থাকবে Snapdragon 7 Generation 3 প্রসেসর, 3D কার্ভড AMOLED ডিসপ্লে, 4500 nits পিক ব্রাইটনেস, 50MP Sony IMX882 ক্যামেরা সেন্সর, 8MP ওয়াইড-এঙ্গেল ক্যামেরা।
< Fing My Smartphone: হাততালি, শিস দিলেই কথা বলবে আপনার স্মার্টফোন, অবাক করবে এই টেকনিক >