Advertisment

Whatsapp safety features: Whatsapp-এর লেটেস্ট আপডেট, এখন ব্যক্তিগত ডেটা আরও বেশি সুরক্ষিত, নয়া ফিচার তাক লাগাবে

আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার জন্য বড় খবর। হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার লক্ষ লক্ষ ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে তিনটি বড় ফিচার। এই তিনটি ফিচার ইউজারদের গোপনীয়তা এবং সুরক্ষার দিক নিশ্চিত করেই সামনে আনছে সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Whatsapp update, whatsapp upcoming features, new features on whatsapp, new updates on whatsapp, whatsapp features

আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার জন্য বড় খবর। হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার লক্ষ লক্ষ ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে তিনটি বড় ফিচার। এই তিনটি ফিচার ইউজারদের গোপনীয়তা এবং সুরক্ষার দিক নিশ্চিত করেই সামনে আনছে সংস্থা।

আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার জন্য বড় খবর। হোয়াটসঅ্যাপ শীঘ্রই তার লক্ষ লক্ষ ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে তিনটি বড় ফিচার। এই তিনটি ফিচার ইউজারদের গোপনীয়তা এবং সুরক্ষার দিক নিশ্চিত করেই সামনে আনছে সংস্থা।
হোয়াটসঅ্যাপ ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে সারা বিশ্বে প্রায় ২ বিলিয়ন ইউজার মেসেজ আদান-প্রদান করেন। ইউজারদের কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নিয়ে আসে লেটেস্ট আপডেট। মেসেজ আদান প্রদান ছাড়াও এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অনেক সুবিধা প্রদান করে যেমন ভয়েস কলিং, ভিডিও কলিং, চ্যাটিং, পেমেন্ট ইত্যাদি। আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তাহলে আমরা আপনাকে বলি যে আপনি শীঘ্রই একাধিক ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে।

Advertisment

হোয়াটসঅ্যাপ তার ইউজারদের সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে প্রতিনিয়ত নতুন ফিচার নিয়ে আসছে। সংস্থা নতুন সিকিউরিটি ফিচার নিয়ে কাজ করছে। শীঘ্রই ব্যবহারকারীরা ডেস্কটপ ভার্সনেও WhatsApp চ্যাট লক ফিচার ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই এই ফিচারটি মোবাইল ভার্সনে উপলব্ধ।

নিরাপত্তা এবং গোপনীয়তার কথা মাথায় রেখে, হোয়াটসঅ্যাপ গত বছর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Passkey ফিচার নিয়ে আসে। এই ফিচারটি আইফোন ইউজারদের জন্য উপলব্ধ ছিল না, তবে এখন সংস্থাটি এটি নিয়ে কাজ করছে। আগামী দিনে iOS ব্যবহারকারীদের জন্য Passkey চালু করা হবে। এটি হোয়াটসঅ্যাপের একটি বৈশিষ্ট্য যা লগইন প্রক্রিয়াটিকে খুব সহজ করে তোলে। Passkey চালু হওয়ার পরে, আপনি ফেসআইডি, পাসকোড এবং স্পর্শের সাহায্যে অন্য ডিভাইসে অ্যাকাউন্ট লগইন করতে পারবেন।

সিকিউরিটি ফিচারের পাশাপাশি মিডিয়া ফাইল শেয়ার করার জন্য একটি নতুন ফিচারও নিয়ে আসছে WhatsApp। নতুন শেয়ারিং ফিচার চালু হওয়ার পর ব্যবহারকারীরা HD কোয়ালিটিতে বড় আকারের ফাইল শেয়ার করতে পারবেন।

WhatsApp Feature
Advertisment