Advertisment

UPI ID: UPI পেমেন্টে এই বিরাট ভুল করলেই সর্বনাশ, মুহূর্তে গায়েব হবে অ্যাকাউন্টের টাকা

সামান্য ভুলে হতে পারে বড়সড় বিপদ।

author-image
IE Bangla Tech Desk
New Update
stolen phone, UPI ID deactivate, UPI ID temporary delete, paytm UPI id

UPI পেমেন্টে করবেন না এই বিরাট ভুল, মুহূর্তে গায়েব হবে অ্যাকাউন্টের টাকা

UPI ID: স্মার্ট ফোন চুরি হয়ে গিয়েছে? তড়িঘড়ি মুছে দিন UPI আইডি, এই কৌশল জানা না থাকলে আপনাকে দেউলিয়া হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।

Advertisment

স্মার্ট ফোন চুরি হয়েছে? সবার প্রথমে মাথায় আসে UPI আইডি ডিলিট করার কথা। আপনি যদি আপনার স্মার্টফোনে থাকা UPI আইডি সঠিক সময়ে ডিলিট না করেন তাহলে মুহূর্তে খালি হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট। ফলে আপনার সমস্যা বাড়তে পারবে। আজকের এই প্রতিবেদনে জানুন কীভাবে আপনি নিজেই আপনার UPI আইডি মুছে ফেলতে পারেন তাও স্মার্টফোন হাতে না থাকা অবস্থায়।

আজকাল মানুষ অনলাইনে পেমেন্ট করা শুরু করেছে, নগদের ব্যবহার ক্রমেই কমতে শুরু করেছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন স্মার্ট ফোন চুরি হলে কী হবে? মুহূর্তেই খালি হতে পারে আপনার অ্যাকাউন্ট? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানুন কীভাবে আপনি এই ঝামেলা এড়াতে পারবেন। এর আগে আপনাকে বুঝতে হবে কিভাবে আপনি আপনার Google Pay, Phone Pay, Paytm এবং UPI আইডি ব্লক করতে পারেন। এখানে আমরা আপনাকে বলব কিভাবে আপনি আপনার UPI আইডি বন্ধ করতে পারেন।

এজন্য প্রথমে এই দুটি নম্বরের যেকোনো একটিতে কল করুন 02268727374, 08068727374। মোবাইল নম্বরে ফোন করে অভিযোগ নথিভুক্ত করুন, ওটিপি চাওয়া হলে, সিম কার্ড এবং ডিভাইস হারানোর বিকল্পটি নির্বাচন করুন। এর পরে আপনি কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারবেন। এখানে আপনি আপনার ফোন চুরির অভিযপগ জানিয়ে অবিলম্বে UPI আইডি ব্লক করতে পারেন।

কীভাবে PayTM UPI আইডি ব্লক করবেন

Paytm UPI আইডি ব্লক করতে প্রথমে Paytm ব্যাঙ্কের হেল্পলাইন নম্বর-01204456456-এ কল করুন। এখানে Lost Phone এর অপশনটি সিলেক্ট করুন। এর পরে, বিকল্প নম্বরটি লিখুন (যে নম্বর থেকে অভিযোগটি প্রক্রিয়া করা হচ্ছে), এর পরে যে নম্বরটি হারিয়ে গেছে। এরপর সমস্ত ডিভাইস থেকে লগআউট বিকল্পটি নির্বাচন করুন।

এখন আপনি Paytm ওয়েবসাইটে যান এবং 24×7 সহায়তা বিকল্প নির্বাচন করুন, এখানে আপনি একটি চুরির বিষয়ে রিপোর্ট করুন। এরপর পুলিশ রিপোর্ট এবং প্রয়োজনীয় বিবরণ দিতে হবে। বিস্তারিত যাচাই করার পর, আপনার Paytm অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।

একইভাবে, আপনি অন্যান্য প্ল্যাটফর্মেও অন্যান্য লেনদেন করতে পারেন। তবে প্রতিটি প্ল্যাটফর্মের প্রক্রিয়া কিছুটা আলাদা হতে পারে। UPI D এবং নম্বর ব্লক করার পরে, অবশ্যই কাছের থানায় যান এবং ফোন হারানোর জন্য FIR দায়ের করুন।

Tech News UPI
Advertisment