/indian-express-bangla/media/media_files/2025/03/21/M6r9dY94MxGTvudGOnSL.jpg)
UPI পরিষেবা বন্ধ, সমস্যার মুখে লাখ লাখ ব্যবহারকারী।
UPI Down in India: UPI পরিষেবা বন্ধ, সমস্যার মুখে লাখ লাখ ব্যবহারকারী।
প্রযুক্তিগত সমস্যার মুখে অনলাইন পেমেন্ট পরিষেবা। পেমেন্ট করতে সমস্যায় পড়ছেন লাখ লাখ ইউজার। অনেকেই তাঁদের অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
UPI পরিষেবায় বিভ্রাটের জেরে লাখো ব্যবহারকারী পেমেন্ট এবং ফান্ড ট্রান্সফার করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশ জুড়ে ব্যাহত গুগল পে এবং ফোন পে পরিষেবা। এর ফলে রীতিমত সমসস্য সম্মুখীন হচ্ছেন মানুষজন। অনেকেই x প্ল্যাটফর্মে সমস্যা জানিয়ে পোস্ট করেছেন এবং তারা কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা তুলে ধরেছেন।
UPI is down for the first time & it is already showing an impact.
— Sankrityayn 👨🏻🚒 (@yashcool771) March 26, 2025
Most of us already stopped carrying liquid cash & this downtime has created a do or die situation 😂
Elders were right about carrying cash 📷✅ pic.twitter.com/HKhF7ye9zl
ডাউনডিটেক্টরের রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে UPI পরিষেবার ক্ষেত্রে দেশ জুড়ে সমস্যা দেখা দিয়েছে। যার ফলে প্রায় ২৩,০০০ অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক ব্যবহারকারী টাকা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিভ্রাটের কারণে, ৮২ শতাংশ ব্যবহারকারী পেমেন্ট করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই সময়ে, ১৩ শতাংশ ব্যবহারকারী ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে স্থানান্তরে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট পরিষেবা UPI
ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) একটি জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট পরিষেবা। যা তৈরি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। এই পরিষেবার মাধ্যমে লক্ষ লক্ষ ভারতীয় কোনও ঝামেলা ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠাতে এবং গ্রহণ করতে পারেন। UPI-এর মাধ্যমে, মানুষ সহজেই অনলাইনে কেনাকাটা, বিল পেমেন্ট, মানি ট্রান্সফার এবং অন্যান্য একাধিক লেনদেন করে থাকেন।