Advertisment

ইউএফও সম্পর্কে তথ্য গোপন? বড় অভিযোগ প্রাক্তন মার্কিন গোয়েন্দা কর্তার

পুরোপুরি অস্বীকারও করতে পারছে না পেন্টাগন।

author-image
IE Bangla Web Desk
New Update
UFO

ইউএফও - 'আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস' বা অজ্ঞাত উড়ন্ত বস্তু। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, পৃথিবীর নানা দেশে নানা সময় আকাশে উড়তে দেখা গেছে এগুলোকে । মার্কিন সামরিক বাহিনীর ভিতর থেকেই আকাশে ইউএফও দেখতে পাবার অসংখ্য রিপোর্ট সামনে এসেছে। কিন্তু এখন পর্যন্ত সে সম্পর্কে কোনও প্রমাণ মেলেনি। বিজ্ঞানীরাও ক্রমাগত চেষ্টা করছেন ভিনগ্রহীদের অস্তিত্বের উত্তর খোঁজার। এর মধ্যেই এক অবসরপ্রাপ্ত আমেরিকান গোয়েন্দাকর্তা ইউএফও সম্পর্কে এমন কিছু দাবি করেছেন, যাকে ঘিরে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে।

Advertisment

প্রাক্তন গোয়েন্দা কর্তা ডেভিড গ্রুশ অভিযোগ করেছেন যে আমেরিকার কাছে এমন অনেক ইউএফও সম্পর্কে তথ্য রয়েছে। এলিয়েন যান সম্পর্কে এই তথ্য 'দ্য ডেব্রিফ' ওয়েবসাইটকে উদ্ধৃত করে গার্ডিয়ান জানিয়েছে। তবে কি ভিনগ্রহীদের বিষয়ে তথ্য লুকিয়েছে আমেরিকা? এর আগে ইউএস এয়ারফোর্সের জেনারেল গ্লেন ভ্যানহার্ক আরেকটি উড়ন্ত বস্তুর শুট-ডাউনের পর বলেছিলেন যে এলিয়েনের উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

আমেরিকার আকাশে একের পর এক সন্দেহজনক উড়ন্ত বস্তু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাতে এলিয়েনদের উপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছে। মার্কিন বিমান বাহিনীর এক জেনারেলও তাঁর দেশের আকাশে এলিয়েনদের উপস্থিতির কথা অস্বীকার করেননি। আমেরিকার জেনারেল গ্লেন ভ্যানহার্ক বলেছেন, এলিয়েন বা অন্য কিছুর উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ডেভিড গ্রুশ, প্রাক্তন গোয়েন্দা আধিকারিক। তিনি মার্কিন প্রতিরক্ষা দফতরে আনএক্সপ্লেইনড অ্যানোমালাস অকারেন্সেস (ইউএপি) বিশ্লেষণের নেতৃত্ব দিয়েছিলেন। গ্রুশ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউএফও-র অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন ধরনের প্রমাণ তাঁর কাছে আছে। তবে, এই সংক্রান্ত তথ্য মার্কিন কংগ্রেস অবৈধভাবে আটকে রেখেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা বিভাগে ১৪ বছরের দীর্ঘ কর্মজীবনের পর চলতি বছরের এপ্রিলে গ্রুশ চাকরি থেকে পদত্যাগ করেছেন। গ্রুশ দাবি করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রে এলিয়েনদের যুদ্ধজাহাজ রয়েছে। তিনি বারবার কংগ্রেসকে সেই ব্যাপারে তথ্য সরবরাহ করেছেন। যার জন্য তাঁকে সরকারি আধিকারিকদের রোষের মুখে পড়তে হয়েছে।

Advertisment

আরও পড়ুন- দাম আকাশছোঁয়া, তারপরও কেন বাড়ছে বিমানের টিকিটের চাহিদা?

অপর মার্কিন আধিকারিক জোনাথন গ্রে ডেব্রিফও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও)-এর অস্তিত্ব নিশ্চিত করেছেন। পেন্টাগন ইতিমধ্যে ইউএফওর ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে ৩৬৬টি ঘটনার মধ্যে ১৯৫টি ঘটনারই রহস্য ভেদ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছে যে এর মধ্যে ২৬টি ঘটনাই ড্রোন। ১৬৩টি ক্ষেত্রে বেলুন বা এই জাতীয় কিছু ছিল। আর, ৬টি ক্ষেত্রে দেখা গেছে যে সেগুলো পাখি বা প্লাস্টিকের ব্যাগ। পেন্টাগনের এই রিপোর্ট অনুসারে মার্কিন আকাশে দেখা ১৭১টি বস্তুকে শনাক্ত করা সম্ভব হয়নি।

USA CONGRESS Pentagon
Advertisment