/indian-express-bangla/media/media_files/2025/02/14/vWFYi1QOkZf8CcvKBP1S.jpg)
ভালোবাসা এবং প্রেম 'প্রকাশের' জন্য 'ভ্যালেন্টাইন্স ডে'হল সেই বিশেষ দিন। Photograph: (ফাইল চিত্র)
Valentine’s Day 2025 best gift ideas: ভালবাসা প্রকাশ নির্দিষ্ট দিনক্ষণ মেনে হয় না। তবুও নিজের ভালবাসার মানুষ, কাছের মানুষের সঙ্গে একটা গোটা দিন ভালবাসার উষ্ণতায় ভেসে যেতে আজকের দিনটা একেবারে স্পেশ্যাল।
গোটা বিশ্ব জুড়ে আজ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আপনার কাছের মানুষকে নিয়ে প্রেমের সাগরে ডুব দিতে সত্যি যেন নেই মানা! ভালোবাসার এই দিনে প্রেমিক বা প্রেমিকাও আরও স্পেশ্যাল ফিল করাতে চিন্তা কী? আমরা আছি! ভ্যালেন্টাইন্স ডে'তে নিজের প্রিয় মানুষটিকে দিন সেরা উপহার। যা দেখে আপনার সঙ্গী বা সঙ্গিনীর মন খুশিতে ভরে উঠতে বাধ্য।
আজকের এই দিনটিকে অবিস্মরণীয় করে তুলতে আপনার প্রিয় মানুষকে দিন সেরা উপহার। পারফেক্ট গিফটের মধ্য দিয়ে জানান আপনার অনুভূতি। একেবারে সৃজনশীল উপায়ে কাছের মানুষকে ভালবাসার জোয়ারে ভাসিয়ে নিয়ে যান।
ভালোবাসা এবং প্রেম 'প্রকাশের' জন্য 'ভ্যালেন্টাইন্স ডে'হল সেই বিশেষ দিন। যেখানে নির্দ্বিধায় নিজের ভালবাসা প্রকাশ করা যায়। কেবল কিছু সুন্দর শব্দের মেসেজ নয়, নিজের প্রিয় মানুষটিকে দিন মনপসন্দ উপহার। যা তাকে আরও বিশেষ ফিল করাবে তাতে কোন সন্দেহ নেই।
আপনার সঙ্গী বা সঙ্গিনীকে বিশেষ ফিল করানোর সবচেয়ে ভালো উপায় হল একসঙ্গে একান্তে সেরা কিছু সময় কাটানো। আপনি যদি আপনার সঙ্গী বা সঙ্গিনীর জন্য একেবারে পারফেক্ট উপহার দিতে চান তাহলে এই সারপ্রাইজটি হবে একেবারে ইউনিক। আপনি আপনার কাছের মানুষকে সঙ্গে নিয়ে কাছাকাছি কোন সুন্দর জায়গায় গিয়ে কিছু সময় কাটাতে পারেন। আজকের বিশেষ এই দিনে একসঙ্গে মুভি দেখে লাঞ্চ বা ডিনার ফিরুন। দিনটা একেবারে অন্যরকম ভাবে সেলিব্রেট করুন।
এছাড়াও, আপনি আপনার প্রিয়তমাকে
হাতে তৈরি উপহার, যেমন একটি ভ্যালেন্টাইন্স কার্ড, একটি কাস্টমাইজড পেইন্টিং, অথবা এমনকি একটি ছোট ডায়েরি যেখানে তাকে নিয়ে লেখা রয়েছে কিছু মনের কথা। সেই সব জিনিস উপহার দিতে পারেন। এই উপহারগুলি আপনার সঙ্গে আপনার প্রিয়তমাকে সরাসরি কানেক্ট করবে। পাশাপাশি ভালবাসাও বাড়াবে।
এক সাথে সময় কাটানো
ভালোবাসার এই বিশেষ দিনে আপনার সঙ্গীর সাথে পুরো দিনটি কাটান। সেটা দারুন ডিনার হোক, সুন্দর কোন জায়গায় ঘুরতে যাওয়া হোক, অথবা এক্সক্লুসিভ কনসার্ট বা সিনেমা দেখতে যাওয়া হোক। যদি আপনি ভিন্ন কিছু করতে চান, তাহলে আপনি একটি রোমান্টিক ডেটের পরিকল্পনাও করতে পারেন, যেখানে আপনারা দুজনেই একে অপরের সাথে শান্তিতে সময় কাটাতে পারবেন।
গয়না
যদি আপনার পার্টনারের জুয়েলারি পছন্দ করেন, তাহলে এই বিশেষ দিনে তাকে একটি সুন্দর গয়নার সেট উপহার দিন। আপনি চাইলে তাকে ডায়মন্ড রিং-ও উপহার দিতে পারেন।
অ্যাডভেঞ্চার ট্রিপ
যদি আপনার সঙ্গী অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে এই ভালোবাসার দিনে তাকে নিয়ে কোন অ্যাডভেঞ্চার ট্রিপে যেতে পারেন। আপনি ট্রেকিং, স্কুবা ডাইভিং বা প্যারাগ্লাইডিংয়ের মতো কোনও অ্যাডভেঞ্চার ট্রিপের পরিকল্পনা করতে পারেন।
সনি নয়েজ ক্যান্সেলেশন হেডফোন
গান শুনতে সকলেই পছন্দ করেন। যদি আপনার কাছে প্রিমিয়াম হেডফোন থাকে, তাহলে গান শোনার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এই ভ্যালেন্টাইন্স ডে'তে আপনি আপনার সঙ্গীকে একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ হেডফোন উপহার দিতে পারেন। আপনি আপনার সঙ্গীকে হেডফোনের মধ্যে Sony WH-1000XM5 উপহার দিতে পারেন। এই হেডফোনটিতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার রয়েছে। রয়েছে ৪০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ।
স্মার্ট স্পিকার
প্রযুক্তির যুগে স্মার্ট গ্যাজেটের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে, আপনি এই ভ্যালেন্টাইন্স ডে'তে আপনার সঙ্গীকে একটি স্মার্ট স্পিকার উপহার দিতে পারেন। আপনি যদি একটি স্মার্ট স্পিকার দিতে চান তবে আপনি Sonos Era 100 স্মার্ট স্পিকার কিনতে পারেন। কমপ্যাক্ট আকারের এই স্মার্ট স্পিকারটি প্রিমিয়াম ক্লাসের সাউন্ড কোয়ালিটি প্রদান করে। আপনি এই স্মার্ট স্পিকারটিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফোন, ল্যাপটপ এবং স্মার্ট টিভির সাথে কানেক্ট করতে পারবেন।
স্মার্ট রিং
সাম্প্রতিক কালে অনেক কোম্পানি স্মার্ট রিং লঞ্চ করেছে। এটি এমন একটি গ্যাজেট যা আপনার সঙ্গিনীর অবশ্যই পছন্দ হবে। যদি আপনি আপনার পার্টনারকে প্রিমিয়াম গ্যাজেট উপহার দেওয়ার প্ল্যানিং করেন তাহলে তাহলে আপনি একটি স্মার্ট রিং উপহার দিতে পারেন।
বর্তমানে, বাজারে স্মার্ট রিংয়ের জন্য অনেক বিকল্প রয়েছে, যার মধ্যে রয়েছে স্যামসাং এবং বোট। এই গ্যাজেটটি উপহারের মাধ্যমে আপনার ভালোবাসার দিনটিকে আরও বিশেষ করে তুলবে।
প্রেমিক অথবা স্বামীকে উপহার দেওয়ার বেস্ট গিফট অপশন
ল্যাপটপ ব্যাগ: ল্যাপটপ ব্যাগ একটি দুর্দান্ত উপহার। আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ডকে আজকের এই বিশেষ দিনে তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই একটি ল্যাপটপ ব্যাগ গিফট দিতে পারেন।
ব্যাকপ্যাক: যদি আপনার প্রিয় মানুষটির ভ্রমণের শখ থাকে, তাহলে আপনি তাকে একটি স্মার্ট লুকিং ব্যাকপ্যাকও উপহার দিতে পারেন।
মানিব্যাগ: যদিও এখন ই-ওয়ালেটের যুগ, তবুও পকেটে রাখা মানিব্যাগ রাখার চল এখনো শেষ হয়নি। আজকে ভালবাসার এই বিশেষ দিনে আপনি আপনার কাছের মানুষকে সুন্দর একটি মানিব্যাগ উপহার দিতে পারেন।
স্মার্ট ওয়াচ: আজকাল খুব ট্রেন্ডি। আপনি যদি চান তাহলে আপনি আপনার প্রেমিকের জন্য একটা ভালো স্মার্ট ওয়াচ উপহার দিতে পারেন। যাতে পাবেন একাধিক হেলথ ফিচার। স্পোর্টস মোড।
ভাল কোনও ব্র্যান্ডের পারফিউম উপহার দিতে পারেন। অথবা ডিও সেট গিফট করতে পারেন। চাইলে, স্কিনকেয়ার এর জন্য কিছু উপহার দিতে পারেন।
ক্যান্ডেলাইট ডিনার হতে পারে আজকের এই দিনের একেবারে পারফেক্ট গিফট। কছের মানুষকে অনন্য ফিল করাতে ক্যান্ডেল লাইট ডিনার হবে সেরা অপশন।
টাপারওয়ারের জলের বোতল, উডেন আর্ট আইটেম, গিফট হিসাবে কিন্তু পারফেক্ট। তবে আজকের এই বিশেষ দিনে গোলাপ ফুল এবং চকলেট কিন্তু মাস্ট! মুখ ভার হোক অথবা মনমালিন্য, এক নিমেষেই সব ঠিক হয়ে যাবে।
কাস্টমাইজড গিফট আইটেম
আপনি যদি আপনার সঙ্গীকে একটি স্মরণীয় উপহার দিতে চান, তাহলে কাস্টমাইজড গিফট আইটেম হতে পারে আপনার জন্য দারুণ বিকল্প। এতে আপনি আপনার পার্টনারের নাম বা ছবি দিয়ে তৈরি একটি উপহার দিতে পারেন।
রোমান্টিক উপহারের তালিকায় রয়েছে গোলাপের তোড়া। লাল গোলাপ ভালোবাসার প্রতীক, যার মাধ্যমে আপনি আপনার ভালবাসার অনুভূতি প্রকাশ করতে পারেন। ভালোবাসা প্রকাশের এক অন্যতম মাধ্যম বই। আপনার পার্টনার যদি বই পড়তে পছন্দ করেন তাহলে বই হতে পারে নিঃসন্দেহে একটি ভাল বিকল্প।