Advertisment

Vi 1460 Plan Details: সবচেয়ে সস্তার প্ল্যান, নাম মাত্র দামে Vi ইউজাররা পাবেন ৯ মাসের দীর্ঘ বৈধতা

Vi 1460 Plan Details: ভোডাফোন আইডিয়া প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি সস্তার রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে আপনি পাবেন ২৭০ দিনের দীর্ঘ বৈধতা।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone India SuperHero Plan

নতুন প্ল্যান এনে বাজারে তোলপাড় ফেলল Vodafone Photograph: (ফাইল ছবি)

Vi 1460 Plan Details:  বিরাট স্বস্তি গ্রাহকদের, Vi নিয়ে এসেছে নতুন কলিং-এসএমএস প্ল্যান! কম দামে পান ২৭০ দিনের মেয়াদ।

Advertisment

ভোডাফোন আইডিয়া প্রিপেইড ব্যবহারকারীদের জন্য একটি সস্তার রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যানে আপনি পাবেন ২৭০ দিনের দীর্ঘ বৈধতা।  আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের দাম কত এবং এই প্ল্যানের মাধ্যমে আপনাকে কী কী সুবিধা দেওয়া হবে?

TRAI থেকে নির্দেশিকা পাওয়ার পর, এখন টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের জন্য এমন প্ল্যান নিয়ে আসতে শুরু করেছে যে সকল প্ল্যানে রয়েছে স্রেফ কলিং এবং এসএমএস। মিলবে না কোন ডেটা।  নতুন VI প্ল্যানের দাম ১৪৬০ টাকা।  

Vi ১৪৬০ টাকার প্ল্যানের বিবরণ
১৪৬০ টাকার VI প্ল্যানে, আপনি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি SMS এর সুবিধা পাবেন। বৈধতার কথা বলতে গেলে, এই প্ল্যানটিতে ব্যবহারকারীদের ২৭০ দিনের বৈধতার সুবিধা পাবেন।  এখানে উল্লেখ্য যে, ১০০টি এসএমএস শেষ হয়ে গেলে, কোম্পানি আপনাকে প্রতি লোকাল মেসেজের জন্য ১ টাকা এবং এসটিডি মেসেজের জন্য ১.৫ টাকা চার্জ করবে। আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই ব্যবহারকারীদের জন্য আরও কিছু নতুন পরিকল্পনা চালু করতে পারে।

Advertisment

সহজ ভাষায় ব্যাখ্যা করলে, এই প্ল্যানটি সেই সব ইউজারদের জন্য যাদের ডেটার প্রয়োজন হয় না।  এখন স্রেফ কলিং এবং এসএমএস সুবিধা পেতে পারবেন গ্রাহকরা। ডেটা প্যাক সমেত প্ল্যান নিতে গেলে গ্রাহকদের কোম্পানিকে অধিক চার্জ দিতে হবে। 

vi
Advertisment