Vida electric scooter Discount: পেট্রোল স্কুটারের চিন্তা ছাড়ুন,যখন হুহু করে দাম কমল হিরো ইলেকট্রিক স্কুটারের। তখন আর পেট্রোল স্কুটারের দিকে ঝুঁকবেন কেন? বৈশাখের প্রথম দিনেই ঘরে আনুন দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটার। পরিবারকে দিন বিরাট সারপ্রাইজ।
বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক নামী ব্র্যান্ড বাজারে একের পর এক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করছে। তালিকায় পিছিয়ে নেই হিরো। এখন ক্রেতাদের আরও বড় চমক দিতে এখন হিরো তার ইলেকট্রিক স্কুটার Vida-এর দাম অনেকটাই কমেছে। আপনি যদি বাংলা নববর্ষে নতুন একটি ইলেকট্রিক স্কুটার আপনার বা আপনার পরিবারে জন্য কিনতে চান তাহলে আপনার কাছে দারুণ অপশন হিরো Vida! আগের তুলনায় আরও সস্তায় পান নতুন Hero Vida! V2 এর বেস লাইট মডেলে রয়েছে ২.২ kWh ব্যাটারি প্যাক। সিঙ্গেল চার্জে পাবেন ৯৪ কিলোমিটারের ননস্টপ রেঞ্জ। এখন কোম্পানি Vida-এর দাম অনেকটাই কমিয়েছে।
ভারতীয় বাজারে হিরো মোটোকর্পের এই ইলেকট্রিক স্কুটারের চাহিদা আকাশছোঁয়া। কোম্পানি তাদের Vida V2 ইলেকট্রিক স্কুটার সিরিজের দাম অনেকটাই কমিয়েছে। এখন এমন পরিস্থিতিতে, এই বৈদ্যুতিক স্কুটার এখন হয়ে উঠেছে আরও সাশ্রয়ী। Vida V2 Lite এখন ৭৪ হাজার টাকা এক্স-শোরুম মূল্যে কেনার বাম্পার সুযোগ পাবেন ক্রেতারা। অর্থাৎ ১১ হাজার টাকা সস্তায় এখন হিরোর এই নতুন ইলেকট্রিক স্কুটার কেনার অভাবনীয় সুযোগ পাবেন আপনি। এছাড়াও, V2 Plus মডেলের দাম কমেছে ১৫ হাজার টাকা। পয়লা বৈশাখে আপনি মাত্র ৮২ হাজার ৮০০ টাকায় পেয়ে যান Vida V2 Lite।
Hero Vida V2 এর বেস লাইট মডেলে রয়েছে ২.২ kWh ব্যাটারি প্যাক। সিঙ্গেল চার্জে পাবেন ৯৪ কিলোমিটারের অনবদ্য রেঞ্জ। হিরোর এই ইলেকট্রিক স্কুটারটির সর্বোচ্চ গতি ৬৯ কিমি প্রতি ঘণ্টা। এই বৈদ্যুতিক স্কুটারটিতে রয়েছে একাধিক স্মার্ট ফিচার্স। যার মধ্যে রয়েছে ৭ ইঞ্চি টিএফটি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন, রিজিওন ব্রেকিং এবং ক্রুজ নিয়ন্ত্রণের মতো লেটেস্ট ফিচার্স। আপনি এই ইলেকট্রিক স্কুটারটি ম্যাট নেক্সাস ব্লু-গ্রে এবং গ্লসি স্পোর্টস রেডের মতো রঙের বিকল্পে কিনতে পারবেন।