Advertisment

ওই দেখা যায় চাঁদ…..! আরও কাছে চন্দ্রযান-৩, প্রোপালশন মডিউল থেকে আলাদা হল ল্যান্ডার

দ্রুত চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে চন্দ্রযান-৩

author-image
IE Bangla Tech Desk
New Update
Chandrayaan 3 news, Chandrayaan 3 updates, Chandrayaan 3 landing, Chandrayaan 3 propultion module, Chandrayaan 3 rocket, Chandrayaan 3 landing date

চন্দ্রযানের প্রোপালশন মডিউল থেকে আলাদা হল ল্যান্ডার, অপেক্ষা চন্দ্রপৃষ্ঠ ছুঁয়ে দেখার। ভারতের হাই-ভোল্টেজ মুন মিশনে চন্দ্রযান ৩ আজ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ল্যান্ডার বিক্রমকে সফলভাবে মহাকাশযান থেকে আলাদা করা হয়েছে। ISRO-এর তরফে জানানো হয়েছে- এখন ২৩ শে আগস্ট বিকেল ৫.৪৫ মিনিটে ল্যান্ডারটি চন্দ্রপৃষ্ঠে অবতরণের চেষ্টা করবে।

Advertisment

ইসরোর তরফে জানান হয়েছে বিক্রম ল্যান্ডার চন্দ্রযান-৩ এর প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে গেছে। এখন এটি দ্রুত চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বিক্রম ল্যান্ডার। প্রপালশন মডিউলটি এখন চাঁদের কক্ষপথে ঘুরবে। বিক্রম ল্যান্ডার, এখন চাঁদের দিকে এগোচ্ছে। ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বিক্রম ল্যান্ডার। চন্দ্রযান বর্তমানে চাঁদের শেষ কক্ষপথে রয়েছে। চন্দ্রযান-3 চাঁদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রয়েছে। এদিকে, আজ ল্যান্ডারটি প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে গেছে। এরই সঙ্গে শুরু হয়েছে অবতরণ প্রক্রিয়া। ইসরো কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক ঘোষণা করেছে। অর্থাৎ চাঁদে ভারতের চন্দ্রযান-৩ অবতরণের আর মাত্র কয়েকদিন বাকি।

ISRO টুইট করেছে যে চন্দ্রযান-৩ চাঁদের 153 kmx163 কিমি কক্ষপথে প্রতিষ্ঠিত হয়েছে, যা ইতিমধ্যে অনুমান করা হয়েছিল। এর মাধ্যমে চাঁদের পরিসরে প্রবেশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন- ‘এটা দেশের জন্য গর্বের বিষয়’। পাশাপাশি তিনি বলেছিলেন মিশন চন্দ্রযান-৩ সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। আজ দুপুর ১.১৫ মিনিট নাগাদ বিক্রম ল্যান্ডার আলাদা হয়ে যায়।

ভারতের ‘মিশন মুন’ চন্দ্রযান-৩ চাঁদের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। চন্দ্রযান-৩ চাঁদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রয়েছে। এদিকে, আজ ল্যান্ডারটি প্রপালশন মডিউল থেকে আলাদা হয়ে গেছে। শুরু হয়েছে অবতরণের প্রক্রিয়াও। ইসরো কিছুক্ষণ আগে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করে। চাঁদে ভারতের চন্দ্রযান-৩ অবতরণের আর মাত্র কয়েকদিন বাকি। ২৩ শে আগস্ট যদি ল্যান্ডারটি চাঁদের পৃষ্ঠে সফট ল্যান্ডিং করে তবে এটি ভারতের জন্য এক বিরাট সাফল্য বয়ে আনবে।

ISRO
Advertisment