Vivo t3 lite 5G: ঝকঝকে ক্যামেরা, নজরকাড়া ডিজাইন! Vivo T3 Lite 5G-র প্রথম সেল উপলক্ষ্যে রয়েছে অফারের বন্যা।
Vivo লঞ্চ করেছে ব্র্যান্ডের নয়া স্মার্টফোন। নয়া Vivo T3 Lite 5G-র আজ প্রথম সেল উপলক্ষ্যে থাকছে দারুণ অফার। জেনে নিন এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ দুপুর 12টা থেকে এই ফোনের বিক্রি শুরু হয়েছে। Vivo-র নয়া এই মডেলের প্রথম সেল উপলক্ষ্যে রয়েছে অফারের বন্যা। রয়েছে তাত্ক্ষণিক ছাড় থেকে ক্যাশব্যাক সবই। কত দামে পাবেন Vivo-র নয়া এই ৫জি স্মার্টফোন?
Vivo T3 Lite 5G-র 4GB + 128GB ভ্যারিয়েন্টের দাম 10,499 টাকা। এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টে 6GB + 128GB, যার দাম 11,499 টাকা। ফার্স্ট ডে সেল উপলক্ষ্যে থাকছে 500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 651 টাকার মাসিক ইএমআইয়ের সুবিধা।
এই ফোনে একটি 6.56 ইঞ্চি LCD স্ক্রিন রয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। একই সময়ে, এই ফোনের পিছনের অংশে 50MP এবং 2MP এর দুটি ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুন : < Maruti Suzuki Grand Vitara: দুরন্ত ফিচারের সঙ্গে লাখ টাকার ছাড়, বাজারে তোলপাড় ফেলল Maruti Suzuki-এর এই গাড়ি >
এই ফোনে প্রসেসর হিসাবে থাকছে MediaTek Dimensity 6300 চিপসেট। ভিভোর এই ফোন পরি চালিত হবে Android 14-based Funtouch OS 14- এর সাহায্যে। এই ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে, যাতে রয়েছে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও 4G, ডুয়াল সিম স্লট, 5G, Wi-Fi, GPS, FM, OTG, NFC এবং USB Type-C পোর্ট সহ অনেকগুলি বিশেষ ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির ওজনও মাত্র 185 গ্রাম।