Vivo T4x 5G Launch: ভারতের বাজারে ফের সুনামি তুলতে প্রস্তুত vivo, ১৫ হাজারের কমে আসছে এই দুর্দান্ত 5G স্মার্ট ফোন

Vivo T4x 5G Price and Feature: চিনা স্মার্টফোন নির্মাতা ভিভো তার পরবর্তী মডেল T4x 5G শীঘ্রই ভারতে লঞ্চ করবে। সম্প্রতি কোম্পানি এই বিষয়ে একটি পোস্টে নয়া এই স্মার্টফোনের একাধিক স্মার্ট ফিচার সম্পর্কে তথ্য প্রদান করেছে। T4x 5G-তে বড় ব্যাটারির পাশাপাশি রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট।

author-image
IE Bangla Tech Desk
New Update
vivo to launch t4x 5g less than rs 15000 with dual-rear camera unit

ভারতের বাজারে ফের সুনামি তুলতে প্রস্তুত vivo, ১৫ হাজারের কমে আসছে এই দুর্দান্ত 5G স্মার্ট ফোন

Vivo T4x 5G Price and Feature: চিনা স্মার্টফোন নির্মাতা ভিভো ভারতের বাজারে ফের সুনামি তুলতে প্রস্তুত। কোম্পানি তার পরবর্তী মডেল T4x 5G শীঘ্রই ভারতে লঞ্চ করবে। সম্প্রতি কোম্পানি এই বিষয়ে একটি পোস্টে নয়া এই স্মার্টফোনের একাধিক স্মার্ট ফিচার সম্পর্কে তথ্য প্রদান করেছে। T4x 5G-তে বড় ব্যাটারির পাশাপাশি রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট।  

Advertisment

কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই স্মার্টফোনটি আগামী ৫ মার্চ লঞ্চ হবে। এটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট, ভিভোর ই-স্টোর এবং নির্বাচিত রিটেইল আউটলেট থেকে কিনতে পারবেন ক্রেতারা। এই স্মার্টফোনটি বেগুনি এবং নীল রঙে পাওয়া যাবে। এর আগে, কোম্পানি বলেছিল যে T4x 5G মডেলে থাকবে AI ফিচার। 

এসি কেনার আগে কোন কোন বিষয় মাথায় রাখবেন, না জানলে পুরো টাকাটাই জলে যাবে

জানা গিয়েছে এই স্মার্টফোনটি গত বছর চালু হওয়া T3x 5G-এর আপগ্রেডেড মডেল।  T3x 5G তে প্রসেসর হিসেবে Snapdragon 6 Gen 1 দেওয়া হয়েছিল। এই স্মার্টফোনে ছিল ব্যাটারি ৬,০০০ এমএএইচ। সম্প্রতি ভিভো T4x 5G এর টিজার সামনে এনেছে। এর পিছনের প্যানেলটি একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল। এই স্মার্টফোনে থাকতে পারে ৬,৫০০ mAh ব্যাটারি। এটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দিয়ে সজ্জিত হবে। এই স্মার্টফোনের দাম ১৫,০০০ টাকার কম হতে পারে।

Advertisment

ফ্লিপকার্টে এই স্মার্টফোনের জন্য একটি মাইক্রোসাইট চালু করা হয়েছে। T4x 5G-তে  AI সাপোর্ট সহ একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা থাকতে পারে। এই স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে AI Erase, AI Photo Enhance এবং AI Document Mode এর মতো AI ফিচার থাকতে পারে। 

vivo Vivo smartphone