/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/vivo-v15.jpg)
গত মাসে লঞ্চ হয়েছে ভিভো-র নতুন স্মার্টফোন V15। যার ইউএসপি ৩২ মেগাপিক্সেলের পপ্-আপ সেলফি ক্যামেরা, সঙ্গে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। যার দাম এক লাফে কমে গেল ২০০০ টাকা। এছাড়া ভিভো ভি স্টোরে গেলে ফোন এক্সচেঞ্জ করলে পেয়ে যাবেন প্রায় ৩০০০ টাকা পর্যন্ত ছাড়।
ভিভো V15 দাম এখন ২১,৯৯০ টাকা। এক নজরে দেখে নেওয়া যাক Vivo V15-এর স্পেসিফিকেশন...
১) ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি, অল স্ক্রিন নো নচ অথবা পাঞ্চ হোল ডিসপ্লে
২) দু’রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ৬ জিবি র্যাম ও ৬৪, ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Vivo V15। ফোনের এক্সটার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
Thursdays stay amazing with #TerrificThursdays offer at the Vivo e-store. Get extra up to Rs. 3000 off on your old phones and upgrade to #Vivo without any hassle.
Buy now: https://t.co/DO7uk7UDacpic.twitter.com/mVMmRaOwe6
— Vivo India (@Vivo_India) April 25, 2019
আরও পড়ুন: কেনার আগে জেনে নিন Vivo V15 কেমন ফোন
৩) ছবি তোলার জন্য থাকছে ১২, ৮, ৫ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৩২ মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে ক্যামেরাতে।
৪) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা।
৫)ভারতে Vivo V15-এর দাম ২৩,৯৯০ টাকা থেকে কমে এখন ২১,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।