Advertisment

V30 5G smartphone: ঝকঝকে ক্যামেরার Vivo-র এই 5G স্মার্টফোনে পান বিরাট ছাড়, ফিচার্স অবাক করবে

Vivo স্মার্টফোনে আলোড়ণ ফেলা ডিল। হাজার হাজার টাকা বাঁচানোর সেরা সুযোগ।

author-image
IE Bangla Tech Desk
New Update
ফ্লিপকার্ট, টেক নিউজ , ভিভো ভি30 5জি, ভিভো গ্লোবাল, ভিভো ইন্ডিয়া, ভিভো 5জি স্মার্টফোন, সেরা ভিভো স্মার্টফোন, আসন্ন ভিভো স্মার্টফোন, ভিভো 5জি স্মার্টফোন, ফ্লিপকার্ট ডিল, ফ্লিপকার্ট ডিসকাউন্ট অফার, স্মার্টফোন ডিসকাউন্ট অফার, অ্যামাজন ইন্ডিয়া, অ্যামাজন সেল, flipkart sale 2024,Tech News, Tech News, Flipkart, Vivo V30 5G, Vivo Global, Vivo India, Vivo 5G স্মার্টফোন, সেরা Vivo স্মার্টফোন, আসন্ন Vivo স্মার্টফোন, Vivo 5G স্মার্টফোন, Flipkart ডিল, Flipkart ডিসকাউন্ট অফার, স্মার্টফোন ডিসকাউন্ট অফার, স্মার্টফোন Amazon India, Amazon Sale, Flipkart Sale 2024"

Vivo স্মার্টফোনে আলোড়ণ ফেলা ডিল। হাজার হাজার টাকা বাঁচানোর সেরা সুযোগ।

V30 5G smartphone: 8GB RAM-র সঙ্গে পান 50MP ক্যামেরা। Vivo স্মার্টফোনে আলোড়ণ ফেলা ডিল। হাজার হাজার টাকা বাঁচানোর সেরা সুযোগ।

Advertisment

Vivo V30 5G স্মার্টফোনের উপর রয়েছে এক দুর্দান্ত অফার। পান তিন হাজার টাকা ছাড়ে দারুণ এই স্মার্টফোন কেনার এক সেরা সুযোগ।

Vivo সদ্য লঞ্চ করেছে ব্র্যাণ্ডের অন্যতম সেরা 5G স্মার্টফোন Vivo V30 5G । দেশে ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে নতুন এই স্মার্টফোন। আপনি যদি একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করেন, তাহলে আপনি ফ্লিপকার্টে এই অফারের সুবিধা নিতেই পারেন। Vivo V30 5G মডেলে আপনি পাবেন বিরাট ডিসকাউন্ট। আপনি মাত্র 31,999 টাকা্র অফার প্রাইজে কিনতে পারেন Vivo V30 5G ।

কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে এই স্মার্টফোনটি কিনলে 3200 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোন কেনার উপর থাকছে 5 শতাংশ অতিরিক্ত ছাড়। পাশাপাশি রয়েছে 25100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস।

আরও পড়ুন - < BSNL 5G: খারাপ নেটওয়ার্ক অতীত! এখন BSNL-র 4G সিমেও পাবেন 5G স্পীড >

Vivo V30 5G ফিচার-

Vivo-এর এই 5G স্মার্টফোনের ফিচার সম্পর্কে কথা বলতে গেলে, এই স্মার্টফোনে রয়েছে একটি 6.78 ইঞ্চি ফুল HD AMOLED ডিসপ্লে । 120 Hz রিফ্রেশ রেট। এছাড়াও, 256 জিবি স্টোরেজের সাথে 12 জিবি RAM স্মার্টফোনে পাওয়া যাবে। এই ফোনে Snapdragon 7 Gen 3 চিপসেট প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য, স্মার্টফোনটিতে Adreno 720 GPU প্রসেসর রয়েছে।

ক্যামেরা সেটআপ-

এই স্মার্টফোনের ক্যামেরা সেটআপ সম্পর্কে কথা বলতে গেলে, কোম্পানি এতে একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরার সাথে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাও দিয়েছে। এলইডি ফ্ল্যাশ সহ সেলফি তোলার জন্য এতে একটি 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার জন্য, স্মার্টফোনটিতে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে যাতে রয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আপনিও যদি একটি প্রিমিয়াম 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে ফ্লিপকার্টে উপলব্ধ Vivo-এর সস্তা ফোন একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে আপনার কাছে।

5G smartPhone Vivo smartphone
Advertisment