Advertisment

vivo v30e 5g: Vivo-এর এই সেরা স্মার্টফোন ঘিরে উত্তেজনা চরমে, v30e 5g- নিয়ে প্রত্যাশা তুঙ্গে

এই ফোনে রয়েছে আশ্চর্যজনক ফিচারের সঙ্গে চোখ ধাঁধানো ডিজাইন।

author-image
IE Bangla Tech Desk
New Update
vivo v30e 5g

এই ফোনে রয়েছে আশ্চর্যজনক ফিচারের সঙ্গে চোখ ধাঁধানো ডিজাইন।

Vivo ভারতে লঞ্চ করতে চলেছে সংস্থার সেরা স্মার্টফোন। যাকে ঘিরে এখন Vivo ইউজারদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। Vivo ভারতে লঞ্চ করতে চলেছে V30e 5G, এই ফোনে রয়েছে আশ্চর্যজনক ফিচারের সঙ্গে চোখ ধাঁধানো ডিজাইন।

Advertisment

ভারতে তার নতুন ফোন লঞ্চ করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে Vivo, এই ফোনের স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসেছে। Vivo-এর এই ফোন নিয়ে আলোচনা বহুদিন ধরেই চলছে, কিন্তু এখন কোম্পানি তার আসন্ন ফোনের প্রথম টিজার প্রকাশ করেছে, যা নিশ্চিত করেছে যে Vivo V30e 5G ভারতে শীঘ্রই লঞ্চ হবে। নয়া এই ফোনটি ভেলভেট রেড এবং সিল্ক ব্লু কালার অপশনে সামনে আনবে সংস্থা।

কোম্পানির তরফে জানানো হয়েছে, এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপের মূল ক্যামেরায় 50MP SONY IMX882 সেন্সর থাকবে। এছাড়াও এই ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে, যাতে থাকবে অটোফোকাস ফিচার। এছাড়াও এই ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হবে।

জানা গিয়েছে এই মডেলে থাকবে একটি থ্রিডি কার্ভড ডিসপ্লে । বেশ সরু ডিজাইনের হতে চলেছে এই ফোন। পাতলা এবং ওজনেও হাল্কা হবে এই ফোন।এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র‍্যাম। আর এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ বেসড FunTouchOS- এর সাপোর্টে।

vivo
Advertisment