Advertisment

Vivo V40 Series: নয়া সিরিজে শুধুই চমক, সেরা ক্যামেরার সঙ্গে দুরন্ত ফিচার্স, সবচেয়ে পাতলা ফোন আনছে Vivo

দুরন্ত ব্যাটারি, কাঁচের মত ছবি, এত পাতলা হাতে নিলে বুঝতেই পারবেন না।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo V40, Vivo V40 series, Vivo V40 pro, indias slimmest smartphone, slimmest smartphone, Vivo V40 price, Vivo V40 Pro price, Vivo V40 launch date in India, Vivo V40 5G price, Vivo v40 flipkart, Vivo V40 SE, Vivo V40 Lite, Vivo V40 india, Vivo v40 price, Vivo v40 camera, Vivo v40 pro camera, 5500mah phone

দুরন্ত ব্যাটারি, কাঁচের মত ছবি, এত পাতলা হাতে নিলে বুঝতেই পারবেন না

Vivo V40 Series: ভারতীয় স্মার্টফোনের বাজারে সুনামি তুলতে Vivo লঞ্চ করতে চলেছে Vivo V40 সিরিজ।

Advertisment

Vivo V40 সিরিজের অধীনে দুটি হ্যান্ডসেট লঞ্চ করা হবে বলেই জানিয়েছে সংস্থা। যার মধ্যে থাকবে যার মধ্যে Vivo V40 এবং Vivo V40 Pro।

Vivo-র এই নয়া সিরিজ লঞ্চের আগেই ফাঁস হয়ে গিয়েছে এর ফিচার। আসন্ন স্মার্টফোন সিরিজটিতে সব মিলিয়ে থাকতে চলেছে দারুণ সব ফিচার।

Vivo জানিয়েছে যে আসন্ন Vivo V40 সিরিজের স্মার্টফোন তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে, লোটাস পার্পল, ওশান ব্লু এবং টাইটানিয়াম গ্রে। এছাড়াও Vivo V40 Pro IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট রেটিং সহ আসবে।

Vivo-এর ওয়েবসাইট অনুসারে Vivo V40 Pro-এ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এতে Sony IMX816 সেন্সর সহ একটি 50MP Zeiss প্রাইমারি ক্যামেরা থাকবে। এটিতে একটি 50MP টেলিফোটো এবং 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। ভিডিও এবং সেলফির জন্য, আপনি 92 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল ভিউ সহ একটি 50MP ফ্রন্ট ক্যামেরা পাবেন।

আরও পড়ুন - < Smart Plug: এসি, ফ্যান, গিজার থেকে মাইক্রোওয়েভ সবকিছুই এখন স্মার্ট, ঘরে আনুন এই ‘ম্যাজিক’ প্লাগ! >

Vivo V40 Pro: সবচেয়ে পাতলা ফোন

আসন্ন স্মার্টফোনগুলো হবে খুবই পাতলা। এছাড়া চমৎকার ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে। Vivo V40 Pro 5500mAh ব্যাটারি পাওয়ার পাবে। Vivo দাবি করেছে যে এটি 5500mAh ব্যাটারি সহ ভারতের সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে চলেছে এটি। এটিতে 3D কার্ভ ডিসপ্লে এবং ইনফিনিটি ক্যামেরা মডিউল ডিজাইন থাকবে।

Vivo V40 এবং Vivo V40 Pro, দুটি স্মার্টফোনই 6.78 ইঞ্চি কার্ভড AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা যেতে পারে। থাকবে 120Hz এর একটি রিফ্রেশ রেট। Vivo ফোনে MediaTek এর Dimension 9200 Plus প্রসেসর থাকবে। 8 GB RAM দেওয়া হবে এবং এটি Android 14 OS-এ চলবে এই সিরিজের স্মার্টফোন।

Tech News 5G smartPhone Vivo smartphone
Advertisment