Advertisment

Vivo V40 Series: ধুঁয়াধার স্মার্টফোন লঞ্চ করে দেশবাসীকে বড় চমক, Vivo V40 Series-র ফিচার চমকে দিতে বাধ্য

Vivo ভারতে V40 সিরিজ লঞ্চ করেছে। এর আওতায় দুটি নতুন স্মার্টফোন V40 Pro এবং Vivo V40 লঞ্চ করা হয়েছে। Vivo V40 Pro মডেলে রয়েছে MediaTek Dimension 9200+ চিপসেট। যেখানে V40 মডেলটিতে রয়েছে Snapdragon 7 Gen 3 SoC-চিপসেট। দুটি স্মার্টফোনেই রয়েছে 5500 mAh ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Vivo V40 Pro, Vivo V40, Vivo V40 Series, Vivo smartphones, Vivo V40 Pro price, Vivo V40 Price

Vivo ভারতে V40 সিরিজ লঞ্চ করেছে।

Vivo V40 Series: Vivo ভারতে V40 সিরিজ লঞ্চ করেছে। এর আওতায় দুটি নতুন স্মার্টফোন V40 Pro এবং Vivo V40 লঞ্চ করা হয়েছে। Vivo V40 Pro মডেলে রয়েছে MediaTek Dimension 9200+ চিপসেট। যেখানে V40 মডেলটিতে রয়েছে Snapdragon 7 Gen 3 SoC-চিপসেট। দুটি স্মার্টফোনেই রয়েছে 5500 mAh ব্যাটারি, 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

Advertisment

Vivo V40 Pro এবং Vivo V40 এর স্পেসিফিকেশন
Vivo V40 Pro-মডেলে রয়েছে একটি 4nm MediaTek Dimensity 9200+ প্রসেসর। রয়েছে 12 GB পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত স্টোরেজ ।
Vivo V40 4nm Qualcomm Snapdragon7 Gen 3 SoC সহ উপলব্ধ। এটিতে 12 GB পর্যন্ত RAM এবং 512 GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।
Vivo V40 Pro-এ Aura Light Flash সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony IMX921), 50MP ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট সেন্সর রয়েছে।
Vivo V40-এ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স রয়েছে। সেলফির জন্য, দুটি ফোনেই একটি 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন - < Reliance Jio: গ্রাহকদের বিরাট উপহার আম্বানির! ২০০ টাকারও কমে এই প্ল্যান আলোড়ণ ফেলল বাজারে >

Vivo V40 সিরিজে ব্লুটুথ 5.3, 5G, GPS, WiFi, USB Type-C পোর্ট অ্যাক্সিলোমিটার, ই-কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ এবং প্রক্সিমিটি সেন্সর রয়েছে। উভয় স্মার্টফোন মডেল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ধুলো-জল থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং সহ আসছে। Vivo V40-মডেলের 8 GB/128 GB ভেরিয়েন্টের দাম 34,999 টাকা। এর 12 GB/256 GB ভেরিয়েন্টের দাম 36,999 টাকা এবং 12 GB/512 GB ভেরিয়েন্টের দাম 41,999 টাকা।

5G smartPhone Vivo smartphone
Advertisment