Advertisment

Vivo V40e Launched in India: নজরকাড়া ডিজাইন, সেরা ফিচার্স, লঞ্চ হল বহু প্রতীক্ষিত Vivo V40e 5G, কবে থেকে শুরু বিক্রি?

Vivo V40e Launched in India: লঞ্চ হতে চলেছে বহু প্রতিক্ষীত Vivo V40e 5G, নয়া এই স্মার্টফোনটিতে রয়েছে 5500mAh ব্যাটারি এবং 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo V40e 5G launched in India

Vivo-র নয়া চমক! লঞ্চ হল V40e, ক্যামেরা থেকে ডিজাইন, ফিচার্স তাক লাগাবে

Vivo V40e 5G: লঞ্চ হতে চলেছে বহু প্রতিক্ষীত Vivo V40e 5G, নয়া এই স্মার্টফোনটিতে রয়েছে 5500mAh ব্যাটারি এবং 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে।

Advertisment

স্মার্টফোন নির্মাতা Vivo তাদের বহু প্রতীক্ষিত স্মার্টফোন Vivo V40e আজ লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনে 5500mAh এর শক্তিশালী ব্যাটারি দিয়েছে। নয়া এই স্মার্টফোনে রয়েছে 5500mAh এর শক্তিশালী ব্যাটারি সহ একটি 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এছাড়াও এই ফোনটির ডিজাইনও বেশ আর্কষণীয়। 
Vivo V40e 5G স্পেসিফিকেশন।

রেকর্ড ছাড়! OnePlus থেকে Redmi, উৎসবের মরসুমে 5G স্মার্টফোন কিনুন জলের দরে

এই নতুন স্মার্টফোনটিতে একটি 6.77 ইঞ্চি ফুল HD AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটও সমর্থন করে। এছাড়াও, এই স্মার্টফোনটিতে 2.5GHz পর্যন্ত Octa Core MediaTek Dimensity 7300 4nm প্রসেসর রয়েছে।

গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G615 MC2 GPU রয়েছে। এছাড়াও, Vivo V40e 5G-তে 8GB LPDDR4X RAM সহ 128GB এবং 256GB এর মতো দুটি স্টোরেজ বিকল্প রয়েছে।

দুর্দান্ত ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে Sony IMX 882 সহ একটি 50MP রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে একটি 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে একটি 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, স্মার্টফোনটিতে 5500mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে। সঙ্গে রয়েছে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট।

এই কাজটি করছেন? মুহূর্তেই বোমার মত ফাটতে পারে আপনার ই-স্কুটার

দাম কত
Vivo V40e-স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য 28,999 । এই ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 28,999 টাকা। যেখানে ফোনের 8GB + 256GB ভেরিয়েন্টের দাম 30,999 টাকা নির্ধারণ করা হয়েছে।

কোম্পানি Vivo V40e 5G দুটি রঙে লঞ্চ করেছে যেমন Royal Bronze এবং Mint Green। এই স্মার্টফোনের বিক্রি 2 অক্টোবর, 2024 থেকে শুরু হতে চলেছে। ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর প্রি-বুকিংও শুরু হয়েছে।

Vivo smartphone
Advertisment