Vivo V50 Launch Offer: লঞ্চের আগে বিরাট ঘোষণা ভিভো'র, Vivo V50 প্রি-অর্ডারে মিলবে দারুণ অফার

Vivo V50 Launch Offer: Vivo V50 লঞ্চ নিয়ে চড়ছে পারদ। ১৭ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে Vivo-এর এই প্রিমিয়াম স্মার্টফোন। এখন লঞ্চের কয়েকদিন আগে, কোম্পানি Vivo V50 এর প্রি-অর্ডারের উপর বিরাট অফার ঘোষণা করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo V50.

Vivo V50 লঞ্চ নিয়ে চড়ছে পারদ। ১৭ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে Vivo-এর এই প্রিমিয়াম স্মার্টফোন। Photograph: (ফাইল ছবি)

Vivo V50 Launch Offer: Vivo V50 প্রি-অর্ডারে মিলবে এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি। বিরাট ঘোষণা ভিভো'র। 

Advertisment

Vivo V50 লঞ্চ নিয়ে চড়ছে পারদ। ১৭ ফেব্রুয়ারি লঞ্চ হতে চলেছে Vivo-এর এই প্রিমিয়াম স্মার্টফোন। এখন লঞ্চের কয়েকদিন আগে, কোম্পানি Vivo V50 এর প্রি-অর্ডারের উপর বিরাট অফার ঘোষণা করেছে। ভিভো স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে মিলবে এক্সটেন্ডেড ওয়ারেন্টি। কোম্পানি গত কয়েক সপ্তাহ ধরে Vivo V50 এর স্পেসিফিকেশনও টিজ করছে। আসন্ন ভিভো ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। পাশাপাশি  স্মার্টফোনটিতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

Vivo V50 ভারতে ১৭ ফেব্রুয়ারি লঞ্চ হবে, তবে কোম্পানি তার আগে একটি বিশেষ প্রি-রিজার্ভেশন অফার ঘোষণা করেছে। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আসন্ন ফোনটি প্রি-বুকিংয়ের উপর গ্রাহকরা একাধিক অতিরিক্ত সুবিধা পাবেন। কোম্পানির অফার পোস্টারে বলা হয়েছে প্রি বুকিংয়ের উপর গ্রাহকরা পাবেন এক বছরের বর্ধিত ওয়ারেন্টি। তাও একেবারে বিনামূল্যে।এর পাশাপাশি গ্রাহকরা পাবেন ১ বছরের স্ক্রিন ড্যামেজ প্রোটেকশন।  

সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ১৭ ফেব্রুয়ারি লঞ্চের পর,২৪ ফেব্রুয়ারি থেকে বিক্রির জন্য উপলব্ধ হবে। ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরায় OIS সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও থাকবে একটি ৫০ মেগাপিক্সেল ১১৯-ডিগ্রি আল্ট্রাওয়াইড ক্যামেরা। সামনের দিকে একটি ৫০ এমপি সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। ফোনটিতে থাকবে একটি শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি। এতে 90W ওয়্যারড চার্জিং সাপোর্ট ।

Advertisment

Vivo V50-তে থাকবে কোয়াড কার্ভড ডিসপ্লে। ফোনটি IP68, IP69 রেটেড বিল্ড সহ লঞ্চ হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৫-এ রান করবে। যদি ফাঁস হওয়া তথ্য  বিশ্বাস হয় তাহলে ভারতে ফোনটি ৪০ হাজার টাকারও কম দামে লঞ্চ হতে পারে।

vivo