Vivo V50 Launched Price And Feature: ইতিহাস গড়ে বাজারে বিরাট শোরগোল, লঞ্চেই বড় চমক ভিভো'র

Vivo V50 Launched Price And Feature: Vivo V50 মডেলে রয়েছে কোয়াড-কার্ভড ডিসপ্লে, যাতে রয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন। ধুলো এবং জল প্রতিরোধে এই মডেলে থাকছে IP68+IP69 রেটিং।

author-image
IE Bangla Tech Desk
New Update
Smartphone Vivo V50

কোয়াড-কার্ভড ডিসপ্লের সাথে লঞ্চ হল Vivo V50 Photograph: (ফাইল চিত্র)

Vivo V50 Launched Price And Feature: পাওয়ারফুল ব্যাটারি! দুর্দান্ত AI ফিচার্স! বাজারে আলোড়ণ ফেলে লঞ্চ হল Vivo V50

Advertisment

ভিভো আজ ভারতে ব্র্যান্ডের শক্তিশালী  স্মার্টফোন Vivo V50 লঞ্চ করেছে।  V40 এর আপগ্রেড ভার্সন হিসাবে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে সংস্থা। এটি এই বছর কোম্পানির প্রথম ফোন যা V সিরিজে লঞ্চ করা হয়েছে। মিড-রেঞ্জ সেগমেন্টে লঞ্চ হওয়া এই ফোনটিতে একটি পাওয়ারফুল ব্যাটারি রয়েছে। 

কোয়াড-কার্ভড ডিসপ্লের সাথে লঞ্চ হল Vivo V50

 Vivo V50 মডেলে রয়েছে কোয়াড-কার্ভড ডিসপ্লে, যাতে রয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন। ধুলো এবং জল প্রতিরোধে এই মডেলে থাকছে  IP68+IP69 রেটিং। টাইটানিয়াম গ্রে, রোজ রেড এবং স্টারি ব্লু রঙের বিকল্পে এই স্মার্টফোনটি লঞ্চ করেছে কোম্পানি। পাশাপাশি রয়েছে দুর্দান্ত  AI ফিচার্স। এর মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, এআই ট্রান্সক্রিপ্ট, এআই লাইভ কল ট্রান্সলেশন ইত্যাদি। প্রসেসরের কথা বলতে গেলে, এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট রয়েছে, যা ১২ জিবি র‍্যামের সাথে যুক্ত।

Advertisment

ক্যামেরা এবং ব্যাটারি

ভিভোর এই নতুন স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ডুয়াল ক্যামেরা সেটআপ। এতে OIS সহ একটি ৫০ এমপি প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ এমপি আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। এই দুটি ক্যামেরাই 4K ভিডিও রেকর্ডিং সমর্থন করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, এতে অটো ফোকাস সহ ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারির কথা বলতে গেলে, কোম্পানি এই ফোনে দিয়েছে ৬,০০০ mAh ব্যাটারি দিয়েছে। যা  90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দাম এবং প্রাপ্যতা

Vivo V50 এর দাম শুরু হচ্ছে 34,999 টাকা থেকে। এই ফোনের 256GB ভেরিয়েন্টের জন্য আপনাকে 36,999 টাকা দিতে হবে। আজ থেকেই মিলবে প্রি-বুকিংয়ের সুবিধা। বিক্রি ২৫ ফেব্রুয়ারি থেকে। কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন ক্রেতারা। 

অনুশোচনার শেষ থাকবে না, এর চার কাজ না করলে পোহাতে হবে বিরাট ঝক্কি

Vivo smartphone