Top 4 Smartphone Launch In this Week: চলতি সপ্তাহেই লঞ্চ চোখধাঁধানো চার স্মার্টফোন, ফিচার্স-ডিজাইন নজর কাড়বেই

Top 4 Smartphone Launch In this Week: আপনি কী আপনার পুরনো স্মার্টফোন নিয়ে বিরক্ত? আপগ্রেড করার কথা ভাবছেন? তাহলে এই সপ্তাহে আপনার জন্য বাজারে লঞ্চ হতে চলেছে একের পরএক দুর্দান্ত স্মার্টফোন।

Top 4 Smartphone Launch In this Week: আপনি কী আপনার পুরনো স্মার্টফোন নিয়ে বিরক্ত? আপগ্রেড করার কথা ভাবছেন? তাহলে এই সপ্তাহে আপনার জন্য বাজারে লঞ্চ হতে চলেছে একের পরএক দুর্দান্ত স্মার্টফোন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo V50e To iQOO Z10

চলতি সপ্তাহেই লঞ্চ চোখধাঁধানো চার স্মার্টফোন, ফিচার্স-ডিজাইন নজর কাড়বেই

Top 4 Smartphone Launch In this Week: আপনি কী আপনার পুরনো স্মার্টফোন নিয়ে বিরক্ত? আপগ্রেড করার কথা ভাবছেন? তাহলে এই সপ্তাহে আপনার জন্য বাজারে লঞ্চ হতে চলেছে একের পরএক দুর্দান্ত স্মার্টফোন। একটি দুটি নয়, ৪টি নতুন স্মার্টফোন চলতি সপ্তাহে বাজারে আসতে চলেছে। যার মধ্যে থেকে আপনি নিজের জন্য বেছে নিতে পারেন নিজের জন্য সেরা স্মার্টফোনটি। তালিকায় রয়েছে Vivo, iQoo এবং Realme-এর মত জনপ্রিয় ব্র্যান্ড। দেখে নিন কোন কোন জনপ্রিয় ব্র্যাণ্ডের স্মার্টফোন চলতি সপ্তাহে বাজারে লঞ্চ হতে চলেছে। 

Advertisment


এই সপ্তাহে ভারতীয় বাজারে চারটি নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে: Vivo, iQoo, এবং Realme-এর নতুন মডেলগুলি। আসুন জেনে নেওয়া যাক স্মার্টফোন গুলির লঞ্চের তারিখ এবং ফিচার্স সম্পর্কে

Vivo V50e: 
- লঞ্চের তারিখ: ১০ এপ্রিল, ২০২৫ দুপুর ১২ টা।  
- বৈশিষ্ট্য: আল্ট্রা স্লিম কোয়াড কার্ভড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।  

Realme Narzo 80 Pro:  
- লঞ্চের তারিখ: ৯ এপ্রিল, ২০২৫।  
- বৈশিষ্ট্য: MediaTek Dimensity 7400 প্রসেসর, ৬০০০mAh ব্যাটারি, ৮০W ফাস্ট চার্জিং।  
- দাম: ২০ হাজার টাকার কম।  

Advertisment

Realme Narzo 80x 5G:  
- লঞ্চের তারিখ: ৯ এপ্রিল, ২০২৫।  
- বৈশিষ্ট্য: ৬০০০mAh ব্যাটারি, ৪৫W দ্রুত চার্জিং, মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর।  
- দাম: ১৩ হাজার টাকার কম।  

iQOO Z10 এবং iQOO Z10x: 
- লঞ্চের তারিখ: ১১ এপ্রিল, ২০২৫।  
- Z10 বৈশিষ্ট্য: ৭৩০০mAh ব্যাটারি, Qualcomm Snapdragon 7S Gen 3 প্রসেসর, ১২GB র‍্যাম এবং ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট।  
- Z10x বৈশিষ্ট্য: ৬৫০০mAh ব্যাটারি, MediaTek Dimensity 7300 প্রসেসর।  
 

budget-smartphones best camera smartphone 5G smartPhone