/indian-express-bangla/media/media_files/2025/08/15/cats-2025-08-15-18-24-42.jpg)
ফিচার-ডিজাইনে সবচেয়ে বড় চমক
Vivo V60 5G: নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আলোড়ণ ফেলল Vivo V60 5G, ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এই ফোনে থাকছে চার বছরের OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট। শক্তিশালী ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের কারণে ফোনটি মিড-রেঞ্জ মার্কেটে অন্য প্রতিদ্বন্দ্বী স্মার্টফোনগুলিকে জোর টক্কর দেবে বলে আসা। এই স্মার্টফোনে রয়েছে Qualcomm Snapdragon প্রসেসর, বিশাল 6500mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো আধুনিক প্রযুক্তি।
সুযোগটি লুফে নিন! এই কোম্পানি চারটি প্ল্যানের সঙ্গে দিচ্ছে বিনামূল্যে ৫০ জিবি ডেটা
ফোনটিতে এআই-বেসড একাধিক ফিচার যেমন AI স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, AI ইমেজ এক্সপ্যান্ডার, AI ব্লক স্প্যাম কল টুল এবং AI ক্যাপশন সাপোর্ট রয়েছে। চারটি স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে 8GB/128GB ( যার দাম, 36,999 টাকা), 8GB/256GB ( মডেলের দাম 38,999 টাকা), 12GB/256GB ( দাম মাত্র 40,999 টাকা ) এবং 16GB/512GB ( মডেলের দাম 45,999টাকা)। প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বিক্রি শুরু হবে ১৯ আগস্ট থেকে Vivo’র অফিশিয়াল সাইট, নির্বাচিত রিটেল স্টোর, Flipkart এবং Amazon-এ।
৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকার রেঞ্জে Vivo V60 5G সরাসরি টক্কর দেবে Realme 15 Pro 5G, Google Pixel 8A, OnePlus 13R 5G, iQOO Neo 10 এবং Honor 200 Pro 5G-এর সঙ্গে।
স্পেসিফিকেশন: এই স্মার্টফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ১.৫K রেজোলিউশন কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিট ব্রাইটনেস। এতে ব্যবহার করা হয়েছে ৪এনএম বেসড Snapdragon 7 Gen 4 অক্টা-কোর প্রসেসর, সর্বোচ্চ ১৬GB LPDDR4x RAM এবং ৫১২GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। ফোনটি Android 15-ভিত্তিক FunTouch OS 15-এ চলবে।
সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে Jio Hotstar-এ কনটেন্ট দেখার সুবর্ণ সুযোগ, স্বাধীনতা দিবসেই বিরাট ধামাকা আম্বানির
ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার সেটআপ—৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ৪K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি, 90W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্টসহ।