Vivo V60 5G: মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আলোড়ণ ফেলল Vivo V60 5G, ফিচার-ডিজাইনে সবচেয়ে বড় চমক

Vivo V60 5G: নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আলোড়ণ ফেলল Vivo V60 5G, ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এই ফোনে থাকছে চার বছরের OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট।

Vivo V60 5G: নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আলোড়ণ ফেলল Vivo V60 5G, ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এই ফোনে থাকছে চার বছরের OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

ফিচার-ডিজাইনে সবচেয়ে বড় চমক

Vivo V60 5G: নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আলোড়ণ ফেলল Vivo V60 5G, ইতিমধ্যে  আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এই ফোনে থাকছে চার বছরের OS আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট। শক্তিশালী ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের কারণে ফোনটি মিড-রেঞ্জ মার্কেটে অন্য প্রতিদ্বন্দ্বী স্মার্টফোনগুলিকে জোর টক্কর দেবে বলে আসা। এই স্মার্টফোনে  রয়েছে Qualcomm Snapdragon প্রসেসর, বিশাল 6500mAh ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো আধুনিক প্রযুক্তি।

Advertisment

সুযোগটি লুফে নিন! এই কোম্পানি চারটি প্ল্যানের সঙ্গে দিচ্ছে বিনামূল্যে ৫০ জিবি ডেটা

ফোনটিতে এআই-বেসড একাধিক ফিচার যেমন AI স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, AI ইমেজ এক্সপ্যান্ডার, AI ব্লক স্প্যাম কল টুল এবং AI ক্যাপশন সাপোর্ট রয়েছে। চারটি স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটি বাজারে লঞ্চ করা হয়েছে 8GB/128GB ( যার দাম, 36,999 টাকা), 8GB/256GB ( মডেলের দাম 38,999 টাকা), 12GB/256GB ( দাম মাত্র 40,999 টাকা ) এবং 16GB/512GB ( মডেলের দাম 45,999টাকা)। প্রি-বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে এবং বিক্রি শুরু হবে ১৯ আগস্ট থেকে Vivo’র অফিশিয়াল সাইট, নির্বাচিত রিটেল স্টোর, Flipkart এবং Amazon-এ।

Advertisment

৩৫ হাজার থেকে ৪৫ হাজার টাকার রেঞ্জে Vivo V60 5G সরাসরি টক্কর দেবে Realme 15 Pro 5G, Google Pixel 8A, OnePlus 13R 5G, iQOO Neo 10 এবং Honor 200 Pro 5G-এর সঙ্গে।

স্পেসিফিকেশন: এই স্মার্টফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির ১.৫K রেজোলিউশন কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫০০০ নিট ব্রাইটনেস। এতে ব্যবহার করা হয়েছে ৪এনএম বেসড Snapdragon 7 Gen 4 অক্টা-কোর প্রসেসর, সর্বোচ্চ ১৬GB LPDDR4x RAM এবং ৫১২GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। ফোনটি Android 15-ভিত্তিক FunTouch OS 15-এ চলবে।

সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে Jio Hotstar-এ কনটেন্ট দেখার সুবর্ণ সুযোগ, স্বাধীনতা দিবসেই বিরাট ধামাকা আম্বানির

ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনে রয়েছে ট্রিপল রিয়ার সেটআপ—৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফির জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ৪K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে রয়েছে 6500mAh ব্যাটারি, 90W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্টসহ।

Vivo smartphone