'স্যামসাং' তার ফ্লিপ স্মার্টফোনের জন্য বিখ্যাত, সম্প্রতি ভিভোও নতুন একটি 'ফ্লিপ স্মার্ট র্ফোন' বাজারে নিয়ে আসতে চলেছে। ফাঁস হওয়া তথ্য অনুসারে, Vivo শীঘ্রই চিনের বাজারে লঞ্চ করতে চলেছে ব্রাণ্ডের নয়া 'ফ্লিপ ফোন'। চিনে লঞ্চ হওয়ার পরই নয়া এই স্মার্ট ফোনটি অন্যান্য দেশের বাজারেও লঞ্চ করা হবে। লঞ্চের আগেই ফাঁস নয়া এই 'ফ্লিপ ফোনের' একাধিক ফিচার। যদি লিক হওয়া তথ্যগুলি বিশ্বাস করা হয় তবে, Vivo X Flip এছাড়াও Vivo X Fold+ ও লঞ্চ করছে সংস্থা। 'Qualcomm Snapdragon 8+ Gen 1' এর সঙ্গে বাজারে আসতে চলেছে ।
Vivo X Flip এর প্রত্যাশিত বৈশিষ্ট্য
টিপস্টারের প্রতিবেদন অনুসারে মতে,এই ফ্লিপ ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। ফোনটি 12GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ফোল্ডেবল মেইন ডিসপ্লে ছাড়াও Samsung-এর Galaxy Z Flip 4-এর মতো একটি কভার ডিসপ্লেও থাকতে পারে। Vivo X Flip-এ একটি 6.8-ইঞ্চি FHD+রেজোলিউশন ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে থাকতে পারে 120Hzরিফ্রেশ রেট। পাশাপাশি নয়া এই ফ্লিপ ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 4,400mAh ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনে দেওয়া হতে পারে 'সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর'।
Vivo-এর আসন্ন ফ্লিপ স্মার্টফোনটিতে থাকতে পারে 50MP প্রাইমারি এবং 12MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ। লঞ্চের কথা বললে, Vivo আগামী মাসে চিনে Vivo X Flip স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বলেই খবর। আশা করা হচ্ছে আগামী দিনে স্মার্টফোনটির টিজার সামনে আনা হবে। এছাড়া বছরের শেষ নাগাদ অন্যান্য বাজারেও লঞ্চ হতে পারে এই স্মার্টফোন।
আপনি যদি সম্প্রতি স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। Moto G73 5G স্মার্টফোনের দাম অনেকটাই কমেছে, Motorola এখন Moto G62 5G স্মার্টফোনের দাম অনেকটাই কমিয়েছে। এই ফোনটি গত বছরের আগস্ট মাসে কোম্পানিতে লঞ্চ হয়েছিল। কোম্পানি এখন তার মিড-রেঞ্জের স্মার্টফোনের দাম আরও সস্তা করেছে। এই ফোনের 6GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম 16,999 টাকা।