Vivo X Fold 5 Launch In India: ভারতীয় বাজারে শীঘ্রই পা রাখতে চলেছে Vivo-র নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 5। যদিও আনুষ্ঠানিক লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ পায়নি, তবে সংস্থার পক্ষ থেকে ভারতীয় ভার্সনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং কালার অপশন ইতিমধ্যেই সামনে আনা হয়েছে।
টাইটানিয়াম গ্রে-তে আসছে ভারতীয় ভেরিয়েন্ট
চিনে ইতিমধ্যেই লঞ্চ হওয়া Vivo X Fold 5 ফোনটি ভারতে শুধুমাত্র টাইটানিয়াম গ্রে রঙে উপলব্ধ হবে। উল্লেখ্য,চিনা ভেরিয়েন্টে সবুজ,সাদা এবং কালো রঙে উপলব্ধ।
ব্যাটারি ও চার্জিং
ফোল্ডেবল এই ফোনে থাকছে 6,000mAh ব্যাটারি, যা 80W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। সংস্থার দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটি ৮০.৬ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম দিতে সক্ষম।
ক্যামেরা ও AI ফিচার্স
- Zeiss-ব্র্যান্ডেড ট্রিপল ক্যামেরা সেটআপ:
- 50MP প্রাইমারি সেন্সর
- 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স
- 50MP টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল ও 100x হাইপারজুম সহ)
AI-বেসড ফিচার
- AI Image Expander
- AI Magic Move
- AI Erase
- AI Reflection Erase
পারফরম্যান্স ও অন্যান্য বৈশিষ্ট্য
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Gen 3
- ওজন: 217 গ্রাম
- পুরুত্ব: ভাঁজ অবস্থায় 9.2 মিমি, খোলা অবস্থায় 4.3 মিমি
- ডিসপ্লে ব্রাইটনেস: সর্বোচ্চ 4,500 নিট
- ওয়ার্কবেঞ্চ ফিচার: একসাথে ৫টি অ্যাপ চালানোর সুবিধা
- শর্টকাট বাটন: দ্রুত অ্যাক্সেসযোগ্য ফিচার
- হিঞ্জ ডিউরেবিলিটি: ৬ লক্ষ বার পর্যন্ত ভাঁজ সহ্য করতে সক্ষম
- ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স: IP5X, IPX8+IPX9 রেটিং
কোথা থেকে কিনতে পারবেন?
Flipkart-এর মাধ্যমে ভারতে উপলব্ধ হবে Vivo X Fold 5।
বিশেষজ্ঞদের মত, উন্নত ফিচার ও পাতলা ডিজাইনের কারণে এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে প্রবল সাড়া ফেলতে চলেছে।