/indian-express-bangla/media/media_files/2025/07/06/vivo-x-fold-5-2025-07-06-14-19-30.jpg)
ব্যাটারি থেকে ক্যামেরায় রয়েছে বিরাট চমক
Vivo X Fold 5 Launch In India: ভারতীয় বাজারে শীঘ্রই পা রাখতে চলেছে Vivo-র নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 5। যদিও আনুষ্ঠানিক লঞ্চের দিনক্ষণ এখনও প্রকাশ পায়নি, তবে সংস্থার পক্ষ থেকে ভারতীয় ভার্সনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং কালার অপশন ইতিমধ্যেই সামনে আনা হয়েছে।
ভারতের পড়শি দেশের এই শহরই হতে চলেছে বিশ্বের প্রথম 'জলশূন্য' নগরী, ভয়াবহ জলসংকটে বিপর্যস্ত লাখো মানুষ
টাইটানিয়াম গ্রে-তে আসছে ভারতীয় ভেরিয়েন্ট
চিনে ইতিমধ্যেই লঞ্চ হওয়া Vivo X Fold 5 ফোনটি ভারতে শুধুমাত্র টাইটানিয়াম গ্রে রঙে উপলব্ধ হবে। উল্লেখ্য,চিনা ভেরিয়েন্টে সবুজ,সাদা এবং কালো রঙে উপলব্ধ।
ব্যাটারি ও চার্জিং
ফোল্ডেবল এই ফোনে থাকছে 6,000mAh ব্যাটারি, যা 80W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট। সংস্থার দাবি অনুযায়ী, একবার পূর্ণ চার্জে ফোনটি ৮০.৬ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম দিতে সক্ষম।
মেগাপিক্সেলের ৪টি ক্যামেরা সহ লঞ্চ হল এই অসাধারণ স্মার্টফোন, ভিভো-শাওমির 'টেনশন' বেড়ে গেল
ক্যামেরা ও AI ফিচার্স
- Zeiss-ব্র্যান্ডেড ট্রিপল ক্যামেরা সেটআপ:
- 50MP প্রাইমারি সেন্সর
- 50MP আল্ট্রা-ওয়াইড লেন্স
- 50MP টেলিফটো ক্যামেরা (3x অপটিক্যাল ও 100x হাইপারজুম সহ)
AI-বেসড ফিচার
- AI Image Expander
- AI Magic Move
- AI Erase
- AI Reflection Erase
পারফরম্যান্স ও অন্যান্য বৈশিষ্ট্য
- প্রসেসর: Qualcomm Snapdragon 8 Gen 3
- ওজন: 217 গ্রাম
- পুরুত্ব: ভাঁজ অবস্থায় 9.2 মিমি, খোলা অবস্থায় 4.3 মিমি
- ডিসপ্লে ব্রাইটনেস: সর্বোচ্চ 4,500 নিট
- ওয়ার্কবেঞ্চ ফিচার: একসাথে ৫টি অ্যাপ চালানোর সুবিধা
- শর্টকাট বাটন: দ্রুত অ্যাক্সেসযোগ্য ফিচার
- হিঞ্জ ডিউরেবিলিটি: ৬ লক্ষ বার পর্যন্ত ভাঁজ সহ্য করতে সক্ষম
- ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স: IP5X, IPX8+IPX9 রেটিং
কোথা থেকে কিনতে পারবেন?
Flipkart-এর মাধ্যমে ভারতে উপলব্ধ হবে Vivo X Fold 5।
বিশেষজ্ঞদের মত, উন্নত ফিচার ও পাতলা ডিজাইনের কারণে এই ফোল্ডেবল হ্যান্ডসেটটি ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে প্রবল সাড়া ফেলতে চলেছে।