Advertisment

হুবহু আইফোন টেনের মত আরেকটি মডেল নিয়ে হাজির ভিভো

কোম্পানির দাবি Vivo X21 ফোনটি  iPhone X, Galaxy S9+, OnePlus 6 and Huawei P20 Pro এর মত বাজারসেরা ফোনগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে সক্ষম হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

v9 এর চটজলদি সাফল্যের পর ভিভো হুবহু আইফোন টেনের মত দেখতে আরেকটি মডেল বাজারে নিয়ে আসছে।  Vivo X21 নামের এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে ২৯ মে। তবে এই হ্যান্ডসেটটি বাজারে আসার আগেই শুরু হয়ে গেছে এর প্রি-বুকিং। Vivo X21 ফোনটি আগাম বুকিং করবার জন্য আপনাকে দিতে হবে ২০০০ টাকা। তবে এজন্য ভিভো আপনাকে অসংখ্য প্রি-লঞ্চ অফারও।

Advertisment

স্মার্টফোন দুনিয়ায় নতুন প্রযুক্তি ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। এবং Vivo X21-এ রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার। উল্লেখ্য, X21 বিশ্বের দ্বিতীয় ফোন যাতে রয়েছে এই অত্যাধুনিক ফিচারটি। আপাতত প্রি-বুকিং চলছে শুধু ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের একটি মডেলের ওপরই।

প্রি-বুকিং এর এই Vivo X21 মডেলটি শুধুমাত্র কালো রঙেই মিলবে। প্রি-বুকিং এর সঙ্গে সঙ্গে আপনাকে ইমেল মারফত দেওয়া হবে ২০০০ টাকার একটি ভাউচার যা ফোনটি কিনবার সময় ব্যবহার করতে পারবেন। তবে এই ভাউচারটি বৈধ থাকবে ২৯ মে অবধি।

এছাড়াও আপনি পাবেন ১০০০ টাকা মূল্যের একটি ফার্নস অ্যান্ড পেটালসের গিফট ভাউচার। এই ফোনটির জন্য ভিভোর সঙ্গে ইতিমধ্যেই জুটি বেঁধে ফেলেছে ভোডাফোন পরিষেবা সংস্থা। Vivo X21 মডেলটি কিনলে ভোডাফোন আপনাকে দেবে অতিরিক্ত ২৮০ জিবি ডেটা। এছাড়াও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড দিয়ে ফোনটি কিনলে পাবেন ১২ মাসের নো কস্ট ইএমআই।

কোম্পানির দাবি  X21 ফোনটি  iPhone X, Galaxy S9+, OnePlus 6 and Huawei P20 Pro এর মত বাজারসেরা ফোনগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে সক্ষম হবে। আশা করা যায় এই ফোনটির ভারতে দাম হবে ৩৮,২৫২ টাকার মত। তবে কোম্পানির তরফ থেকে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

এবছর লাস ভেগাসে CES ইভেন্টে শোকেস করা হয়েছিল Vivo X21 মডেলটি। সেসময় প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, এই ফোনটিতে আইফোন টেনের মত নচ ডিজাইন সমেত থাকবে ৬.২৮ ইঞ্চির ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও সমেত ফুল এইডি ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসরে চলা এই ফোনটিতে থাকবে ১২ ও ৫ মেগাপিক্সেলের ডুয়্যাল-রিয়ার ক্য়ামেরা কম্বিনেশন সমেত ১২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও। ৬জিবি র‍্যাম সমেত এই ফোনটি পাওয়া যাবে ৬৪জিবি এবং ১২৮জিবি ইন্টারনাল ষ্টোরেজ অপশনে। দুটি মডেলেই থাকছে ৩২০০ এমএইচের ব্যাটারি, মাইক্রো-এসডি কার্ড স্লট এবং অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম।

smartphone vivo
Advertisment