Vivo তার বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন - Vivo X80 এবং Vivo X80 Pro ভারতে লঞ্চ করতে চলেছে৷ চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা নিশ্চিত করেছে যে তারা ১৮ মে ভারতে Vivo X80 সিরিজের স্মার্টফোন লঞ্চ করবে। Vivo ইতিমধ্যেই চিনে Vivo X80 এবং X80 Pro লঞ্চ করেছে। ভারতেও এই সিরিজের স্মার্টফোনগুলি একই ভেরিয়েন্ট লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে।
Vivo X80 সিরিজের উভয় স্মার্ট ফোনেই আমরা দেখতে পাব AMOLED 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে। ভ্যানিলা মডেলটি একটি ফুল এইচডি+ রেজোলিউশনের সঙ্গে লঞ্চ করা হবে বলেও জানা গিয়েছে। X80 প্রো মডেলে থাকবে একটি QHD+ LTPO ডিসপ্লে । দুটি ফোনেই থাকবে একটি৬.৭৮-ইঞ্চি E5 AMOLED ডিসপ্লে। Snapdragon 8 Gen 1 SoC প্রসেসর সহ সামনে আনা হবে Vivo X80, অন্যদিকে MediaTek Dimensity 9000 SoC চিপসেট সহ লঞ্চ করা হবে X80 Pro। পাশাপাশি ভ্যানিলা X80 মডেলে থাকবে MediaTek Dimensity 9000 SoC চিপসেট। দুটি স্মার্টফোনেই থাকবে 80W তারযুক্ত ফাস্ট চার্জিং সাপোর্ট। X80 Pro মডেলে থাকবে 4700 mAh ব্যাটারি সঙ্গে থাকবে 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ভ্যানিলা মডেলটিতে থাকবে 4500 mAh ব্যাটারি।
আরও পড়ুন: Motorola Edge 30 লঞ্চ করল Motorola , কবে থেকে শুরু এই ফোনের বিক্রি?
অপটিক্সের দিক থেকে ভ্যানিলা X80 মডেলে থাকবে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ। এটিতে একটি 50MP Sony IMX866 প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ একটি 16MP আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 2x জুম সহ একটি 12MP পোর্ট্রেট টেলিফটো ক্যামেরা থাকবে৷ অন্যদিকে, Vivo X80 Pro-এ একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। এতে একটি 50MP Samsung GN5 সেন্সর থাকবে। সেন্সরটি 1/1.3-ইঞ্চি আকারের এবং একটি f/1.57 অ্যাপারচার রয়েছে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি, ডিভাইসটিতে একটি 48MP আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2x জুম সহ একটি 12MP পোর্ট্রেট ক্যামেরা এবং 5x অপটিক্যাল জুম সহ একটি 8MP পেরিস্কোপ ক্যামেরা থাকবে৷ Vivo জানিয়েছে যে X80 সিরিজে Vivo-এর কাস্টম-ডেভেলপ করা V1+ SoC থাকবে। দুটি ফোনই Android 12 বেসড OriginOS Ocean অপারেটিং সিস্টেমে রান কর