Vivo Y300 5G: আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এক দুর্দান্ত সুযোগ। সম্প্রতি Vivo Y300 5G এবং Redmi A4 5G ফোন ভারতে লঞ্চ হয়েছে।
Vivo ভারতের বাজারে নতুন Y সিরিজের স্মার্টফোন Vivo Y300 5G লঞ্চ করেছে
Vivo ভারতের বাজারে নতুন Y সিরিজের স্মার্টফোন Vivo Y300 5G লঞ্চ করেছে। Y300 5G-তে রয়েছে 6.67-ইঞ্চি FHD+ 120Hz AMOLED ডিসপ্লে এবং 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে রয়েছে Snapdragon 4 Gen 2 প্রসেসর। পাশাপাশি নয়া এই ফোনটিতে 8GB RAM আছে, যা ভার্চুয়াল RAM ফিচারের মাধ্যমে অতিরিক্ত 8GB বাড়ানো যাবে। আসুন জেনে নেওয়া যাক Vivo Y300 5G এর ফিচার্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo Y300 5G দাম-
Vivo Y300 5G এর 8GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 21,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,999 টাকা। এই স্মার্টফোনটি ফ্যান্টম পার্পল, এমেরাল্ড গ্রিন এবং টাইটানিয়াম সিলভার কালার অপশনে লঞ্চ করা হয়েছে। ফোনটি ইতিমধ্যে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ২৬ নভেম্বর থেকে বিক্রির জন্য পাওয়া যাবে।
Vivo.com, Flipkart, Amazon.in এবং অন্যান্য অফলাইন স্টোরগুলি থেকে ক্রেতারা এই নয়া ভিভোর ফোনটি কিনতে পারবেন। লঞ্চ অফারের আওতায় আপনি পেয়ে যেতে পারেন ফ্ল্যাট 2,000 টাকার ক্যাশব্যাক। এই ফোনটির সঙ্গে পেয়ে যান Vivo TWS 3e মাত্র 1499 টাকা মূল্যে।
দুর্দান্ত লুক, চোখধাঁধানো স্টাইল, সেরার সেরা বাইক Royal Enfield Goan Classic 350-এর লঞ্চ কবে?
Vivo Y300 5G স্পেসিফিকেশন-
Vivo Y300 5G তে রয়েছে 6.67-ইঞ্চি ফুল HD+ E4 AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2400×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট, 1800 nits পর্যন্ত পিক ব্রাইটনেস। এই ফোনটিতে 8GB LPDDR4x RAM সহ 128GB / 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনটি Android 14 এর উপর ভিত্তি করে Funtouch OS 14-এ কাজ করে। এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে। ফোনটিতেঁ রয়েছে IP64 রেটিং যা ধুলো এবং জলের হাত থেকে দেয় অতিরিক্ত সুরক্ষা।
চাঁদে পা রেখেই সূর্যের দিকে চোখে চোখ! মহাকাশে এবার নিজের 'বাড়ি' তৈরি করতে চলেছে ভারত!
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনে f/1.79 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং f/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, f/2.45 অ্যাপারচার সহ একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে ডুয়াল 5G সিম সাপোর্ট, ডুয়াল 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ 5.0, GPS এবং USB টাইপ সি পোর্ট। সাউন্ড সিস্টেমের জন্য এতে রয়েছে ইউএসবি টাইপ-সি অডিও এবং স্টেরিও স্পিকার।