Advertisment

আকর্ষণীয় ডিজাইন, ঝাঁ চকচকে ক্যামেরা, সেরা সিকিউরিটি ফিচার….! বাজার কাঁপাবে Vivo Y56 5G

হ্যান্ডসেটটি ICICI, SBI এবং Kotak Mahindra ব্যাঙ্ক কার্ডের ওপর কেনাকাটার ওপর গ্রাহকরা পাবেন ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vivo Y56 5G,Vivo Y56 5G launch,Vivo Y56 5G price,Vivo Y56 5G price in India,Vivo Y56,Vivo Y56 price,Vivo Y56 specs,Vivo Y56 features,Vivo Y56 5G camera,Vivo Y56 5G sale"

Vivo লঞ্চ করেছে Y56 5G।

Vivo লঞ্চ করেছে Y56 5G। নয়া এই ফোনে রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ সেরা আকর্ষণীয় ডিজাইন।Y56 5G মডেলে রয়েছে 6.58 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। Vivo Y56 5G এর 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 19,999 টাকা। সারা দেশে রিটেল স্টোরগুলি ছাড়াও  ফোনটি Vivo ইন্ডিয়ার ই-স্টোর থেকে কিনতে পারবেন গ্রাহকরা। হ্যান্ডসেটটি ICICI, SBI এবং Kotak Mahindra ব্যাঙ্ক কার্ডের ওপর কেনায় পাবেন 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। স্মার্টফোনটি অরেঞ্জ শিমার এবং ব্ল্যাক ইঞ্জিন কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Advertisment

Vivo Y56 5G স্পেসিফিকেশন

Vivo Y56 5G স্মার্টফোনটির পিছনে LED ফ্ল্যাশ সহ দুটি বৃত্তাকার ক্যামেরা কাটআউট রয়েছে। হ্যান্ডসেটটিতে একটি 6.58-ইঞ্চি IPS LCD প্যানেল রয়েছে যা ফুল HD+ (2408 × 1080 পিক্সেল) রেজোলিউশন অফার করে। স্ক্রিনের রিফ্রেশ রেট হল 60 Hz। ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। Vivo Y56 5G-তে এন্ট্রি-লেভেল MediaTek Dimensity 700 প্রসেসর দেওয়া হয়েছে। হ্যান্ডসেটে রয়েছে 128 জিবি ইনবিল্ট স্টোরেজ। হ্যান্ডসেটটিকে পাওয়ার ব্যাকআপের জন্য, একটি 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা USB Type-C পোর্টের মাধ্যমে 18W দ্রুত চার্জিং সমর্থন করে। Vivo এর এই 5G ফোনটি Android 13 ভিত্তিক FunTouch OS 13 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এআই ফেস আনলকের মতো সিকিউরিটি ফিচার আপগ্রেড করা হয়েছে। ক্যামেরা সেগমেনেটের দিক থেকে ভিভোর এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। দুটি ফোনই নাইট মোড সাপোর্ট করে। স্মার্টফোনটির সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। ক্যামেরা ফটো, নাইট, পোর্ট্রেট, ভিডিও, প্যানোরামা, লাইভ ফটো, স্লো-মোশন, টাইম-ল্যাপস এবং প্রো-এর মতো ফিচার দেওয়া হয়েছে। Y56 5G এর ওজন প্রায় 184 গ্রাম এবং পরিমাপ হল 164.05 × 75.60 × 8.15 মিমি। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে Bluetooth 5.1, Wi-Fi, GPS-এর মতো ফিচার।  

5G smartPhone Vivo smartphone
Advertisment