ভোডাফোনের ১০০ শতাংশ ক্যাশব্যাক অফার। এই সুবর্ণ সুযোগ আপনার জন্য রয়েছে MyVodafone app-এ। উল্লেখ্য, এই অফার শুধুমাত্র প্রিপেইড পরিষেবার জন্য। ৫০ টাকার রিচার্জেও মিলবে ১০০ শতাংশ ক্যাশব্যাক। এই নগদ টাকাটি আপনার অ্যাপে ভাউচার হয়ে জমা থাকবে, যা দিয়ে আপনি পরবর্তী রিচার্জ করতে পারবেন। সম্প্রতি ভোডাফোনের যে প্রচলিত প্রিপেইড রিচার্জ প্ল্যান গুলি আছে, সেগুলি হলো ৩৯৯, ৪৫৮ এবং ৫০৯ টাকার। কিছু এলাকায় এখনও বৈধ নয় ক্যাশব্যাক সুবিধা।
ভোডাফোন ব্যবহারকারীরা MyVodafone অ্যাকাউন্টের মাধ্যমে ৩৯৯ টাকার রিচার্জ করলে মোট আটটি ৫০ টাকার ভাউচার পাওয়া যাবে। ৪৫৮ ও ৫০৯ টাকার রিচার্জে পাওয়া যাবে আট থেকে নয়টি ৫০ টাকার ভাউচার। একটি ভাউচার ব্যবহার করা যেতে পারে একবার রিচার্জের ক্ষেত্রেই। নতুন ভোডাফোন গ্রাহকদের ক্ষেত্রে প্রথম রিচার্জটি অফারটি পাওয়া যাবে না।
আরও পড়ুন: জানেন কি, আপনিই দায়ী আপনার কল ড্রপের জন্য?
চেন্নাইতে ৫০৯ টাকার প্রিপেইড রিচার্জ, বিহার ও ঝাড়খন্ড সার্কেলে ৪০৯ টাকা, ৩২৯ এবং ৫০৯ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। যাতে ক্যাশব্যাকের সুবিধা পাওয়া যাবে। হিমচল প্রদেশে এই প্ল্যান প্রযোজ্য হবে না। দিল্লি এনসিআর সার্কেলে, ভোডাফোনের ১০০ শতাংশ ক্যাশব্যাক অফারে রয়েছে ৩৯৯, ৪৫৮ এবং ৫০৯ টাকা এর তিনটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। যেখানে উপলব্ধ রয়েছে ক্যাশব্যাক অফারটি। ব্যবহারকারীরা তাদের ফোনে MyVodafonE অ্যাপ্লিকেশনটিতে গিয়ে ক্যাশব্যাক অফারে ক্সিক করলেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
ভোডাফোন এর প্রিপেইড প্ল্যান রয়েছে ৩৯৯ ও ৪৪৮ টাকা। ভোডাফোনের এই রিচার্জে পাওয়া যাবে প্রতিদিন ১.৪ জিবি ডেটা ও আনলিমিটেড লোকাল কল / এসটিডি ভয়েস কলিং (এমনকি রোমিংও ফ্রি) এবং ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা। পাশাপাশি অন্যান্য সুবিধাগুলির ক্ষেত্রে রয়েছে লাইভ টিভি, সিনেমা দেখার সুবিধা এবং আরও অনেক কিছু। যা MyVodafonE অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাওয়া যাবে। ৩৯৯ টাকার প্রিপেইড অফারের মেয়াদ ৭০ দিন, আর ৪৫৮ টাকায় ৮৪ দিনের বৈধতা রয়েছে। ভোডাফোন এর ৫০৯ টাকার প্ল্যানটি ৯০ দিনের জন্য বৈধ হবে।
Read the full story in English