১৮০ দিনের রিচার্জ প্যাক আনল ভোডাফোন

আপনি এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারবেন কিনা তা দেখে নিতে ভোডাফোনের ওয়েবসাইটে নিজের নম্বর লিখে যাচাই করে নিন।

আপনি এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারবেন কিনা তা দেখে নিতে ভোডাফোনের ওয়েবসাইটে নিজের নম্বর লিখে যাচাই করে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতীয় টেলিকম জগতে রিচার্জ প্ল্যানে ক্রমশ বদল আনছে সংস্থাগুলি। একইসঙ্গে বেড়েছে দাম। রিলায়েন্স জিও, ভোডাফোন-আইডিয়া, এবং এয়ারটেল বিভিন্ন দামের একের পর এক রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। তবে কোনটা সাশ্রয়ী হবে কোনটাতে লাভ করা যাবে তা নিয়ে চিন্তার অন্ত নেই। এরই মাঝে ভোডাফোন নিয়ে এল ৯৯৭ টাকার রিচার্জ প্ল্যান। যার বৈধতা ১৮০ দিন। দৈনিক ১.৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন এই রিচার্ড প্ল্যানে। অর্থাৎ মোট পাবেন ২৭০ জিবি ডেটা। এছাড়া প্রত্যেকদিন আনলিমিটেড কল সঙ্গে ১০০ টি এসএমএস ব্যবহার করতে পারবেন।

Advertisment

টেলিকম টকের প্রতিবেদনে উল্লেখ রয়েছে ৯৯৭ টাকার প্রিপেইড প্ল্যানে এখন কেবলমাত্র নির্বাচিত কিছু জায়গায় পাওয়া যাচ্ছে। সুতরাং, আপনি এই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারবেন কিনা তা দেখে নিতে ভোডাফোনের ওয়েবসাইটে নিজের নম্বর লিখে যাচাই করে নিন।

Advertisment

ভোডাফোন প্রিপেইড গ্রাহকদের জন্য অন্যান্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাও রয়েছে। সর্বাধিক জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে রয়েছে ১৪৯৯ টাকা। যেখানে মোট ২৪ জিবি ডেটা পাবেন আপনি। এছাড়া রয়েছে আনলিমিটেড ভয়েস কল। যা ৯৯৭ টাকায় প্রাপ্ত ডেটারর চেয়ে যা অনেকাংশে কম।

Read the full story in English

vodafone