Vodafone Idea: কলকাতায় কবে চালু Vodafone Idea 5G? সামনে এল বিরাট আপডেট

Vodafone Idea 5G: ভোডাফোন আইডিয়ার আগে, জিও এবং এয়ারটেল ভারতে 5G পরিষেবা চালু করেছে। এই দুটি কোম্পানিই ২০২২ সাল থেকেই ভারতে ৫জি পরিষেবা প্রদান করছে।

Vodafone Idea 5G: ভোডাফোন আইডিয়ার আগে, জিও এবং এয়ারটেল ভারতে 5G পরিষেবা চালু করেছে। এই দুটি কোম্পানিই ২০২২ সাল থেকেই ভারতে ৫জি পরিষেবা প্রদান করছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Vodafone Idea 5G

কলকাতায় কবে চালু Vodafone Idea 5G? সামনে এল বিরাট আপডেট

Vodafone Idea 5G Plan: ভোডাফোন আইডিয়ার আগে, জিও এবং এয়ারটেল ভারতে 5G পরিষেবা চালু করেছে। এই দুটি কোম্পানিই ২০২২ সাল থেকেই ভারতে ৫জি পরিষেবা প্রদান করছে। টেলিযোগাযোগ বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, দেশের ৭৯৫টি জেলার মধ্যে ৭৯৩টিতেই ইতিমধ্যেই ৫জি পরিষেবা পৌঁছেছে। ভারতে দ্রুততম 5G রোলআউটের কৃতিত্ব এয়ারটেল এবং জিওর। অবশেষে ভোডাফোন-আইডিয়া মুম্বইয়ে তাদের 5G  পরিষেবা চালু করেছে। মুম্বইয়ের পর, ভোডাফোন-আইডিয়ার 5G পরিষেবা শীঘ্রই দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলিতে চালু হবে এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। 

Advertisment

এই প্ল্যানে আনলিমিটেড 5G পাওয়া যাবে
ভোডাফোন আইডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে মুম্বই টেলিকম সার্কেলের ব্যবহারকারীদের Vi-এর ৩৬৫, ৩৪৯, ৩৫৯৯, ৩৭৯৯, ৮৫৯, ৯৭৯, ৪০৮ এবং ১১৯৮ টাকার রিচার্জ প্ল্যানের সীমাহীন ৫জি'র সুবিধা মিলবে। 

৩৬৫ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড কলিং, ন্যাশান্যাল রোমিং রোমিং, দৈনিক ২ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি বিনামূল্যে এসএমএস-এর সুবিধা পাবেন। ৫জি স্মার্টফোন ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা।

৩৪৯ টাকার প্ল্যানেও ইউজাররা পাবেন ২৮ দিনের বৈধতা। এতে ব্যবহারকারীদের আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশান্যাল রোমিং, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি বিনামূল্যে এসএমএস-এর সুবিধা পাবেন ইউজাররা। পাশাপাশি ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা অফার করা হবে।

Advertisment

৩৫৯৯ টাকা এবং ৩৭৯৯ টাকার প্ল্যানগুলির মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে ইউজাররা  আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশান্যাল রোমিং, দৈনিক ২ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি বিনামূল্যে এসএমএস-এর সুবিধা পাবেন। ৫জি স্মার্টফোন ব্যবহারকারীরা পাবেন  জন্য আনলিমিটেড ৫জি ডেটা। ৩৭৯৯ টাকার প্ল্যানে, ব্যবহারকারীরা বিনামূল্যে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন পাবেন।

অপরদিকে ৮৫৯ টাকার প্ল্যানের মেয়াদ ৮৪ দিন।  ব্যবহারকারীদের এই প্ল্যানে আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশান্যাল রোমিং, দৈনিক ১.৫ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি বিনামূল্যে এসএমএস-এর সুবিধা পাবেন ইউজাররা। ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ৫জি ডেটা অফার করা হবে।

৯৭৯ টাকার প্ল্যানেও ইউজাররাপাবেন ৮৪ দিনের ভ্যালিডিটি। এই প্ল্যানে ব্যবহারকারীদের আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশান্যাল রোমিং, দৈনিক ২ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি বিনামূল্যে এসএমএস অফার করা হচ্ছে। ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা অফার করা হবে।

৪০৮ টাকার প্ল্যানের মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে ব্যবহারকারীদের আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশানাল রোমিং, দৈনিক ২ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি বিনামূল্যে এসএমএস অফার করা হচ্ছে। ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা অফার করা হবে। এই প্ল্যানে SonyLIV-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

১১৯৮ টাকার প্ল্যানের মেয়াদ ৭০ দিন। এতে ব্যবহারকারীদের আনলিমিটেড কলিং, বিনামূল্যে ন্যাশান্যাল রোমিং, দৈনিক ২ জিবি ডেটা এবং দৈনিক ১০০টি বিনামূল্যে এসএমএস অফার করা হচ্ছে। ৫জি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড ডেটা অফার করা হবে।

vodafone-idea