ভোডাফোনের এই রিচার্জে মিলবে অনেক কিছু, মিলবে না ডেটা অফার

নতুন এফআরসি এই রিচার্জে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে দিন পিছু ১০০ টি এসএমএস পাওয়া যাবে, তবে মিলবে না কোনো ডেটা অফার।

নতুন এফআরসি এই রিচার্জে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে দিন পিছু ১০০ টি এসএমএস পাওয়া যাবে, তবে মিলবে না কোনো ডেটা অফার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বছরের নতুন রিচার্জ, ৩৫১ টাকার প্ল্যান নিয়ে এল ভোডাফোন। যার অধীনে পাওয়া যাবে সীমাহীন কল, এসএমএস-এর সুবিধা। বৈধতা ৫৬ দিন। টেলিকম টকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি হল এফআরসি বা ফার্স্ট রিচার্জ, অর্থাৎ নতুন ভোডাফোন গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

এফআরসি কী?

Advertisment

নতুন সিমের সংযোগ নিলে তবেই এই রিচার্জ কার্যকর হবে। নতুন এফআরসি রিচার্জে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে দিন পিছু ১০০ টি এসএমএস পাওয়া যাবে, তবে মিলবে না কোনো ডেটা প্ল্যানের ওপর কোনো বিশেষ অফার।

ডেটার অফার না থাকায় এই রিচার্জ প্ল্যান কতটা মনমতো হবে গ্রাহকদের, সেটা সময় বলবে। ভোডাফোনের এই নতুন এফআরসি রিচার্জের সঙ্গে রয়েছে ১৭৬, ২২৯, ৪৯৬ এবং ৫৫৫ টাকার প্ল্যান।

Vodafone FRC of Rs 176

Advertisment

ভোডাফোনের এফ আর সি ১৭৬ টাকায় মিলবে মোবাইল বা ল্যান্ডলাইনে বিনামূল্যে সীমাহীন কলিং অফার। ২৮ দিনের বৈধতার মধ্যে পাওয়া যাবে ১ জিবি ডেটা ২ জি /৩ জি /৪ জি গতিতে।

Vodafone FRC of Rs 229

ভোডাফোন এর ২২৯ টাকার এফআরসি প্রতিদিন ১ জিবি ডেটা সহ সীমাহীন কলিংয়ের অতিরিক্ত সুবিধা এবং ২৮ দিনের জন্য প্রতিদিন ১০০ টি এসএমএস সরবরাহ করে।

Vodafone FRC of Rs 496

ভোডাফোনের ৪৯৬ টাকার এফআরসি প্রিপেইড প্ল্যানে দৈনিক ১.৪ জিবি ডেটা ফোর জি গতিতে এবং প্রতিদিন ১০০ এসএমএস সহ সীমাহীন লোকাল, এসটিডি এবং রোমিং কল পাওয়া যাবে। বৈধতা ৭০ দিনের। তবে প্ল্যানটি ব্যবহারকারীদের ৮৪ দিনের ফ্রি রোমিং সুবিধা প্রদান করে।

Vodafone FRC of Rs 555

৫৫৫ টাকার প্ল্যানে বিনামূল্যে লোকাল এসটিডি এবং রোমিং কলের সুবিধা পাওয়া যাবে। যার বৈধতা ৯০ দিন। ১.৪ জিবি দৈনিক ডেটা সহ প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাওয়া যাবে।

vodafone telecom