New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/vodafone-recharge-plan-feature.jpg)
আনলিমিটেড সুযোগ সুবিধা উঠে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল গ্রাহকদের। রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর আবারও রিচার্জ প্ল্যানের বদল ঘটাল ভোডাফোন। তাতে দেখা গেছে পুনরায় আনলিমিটেড সুযোগসুবিধা নিয়ে এসেছে ভাডাফোন।
Advertisment
৩ডিসেম্বর ভোডাফোন থেকে ভোডাফোন সমস্ত কল বিনামূল্যে এবং অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১০০০ মিনিট এর ব্যবস্থা করা হয় তবে হাজার মিনিটের পর ছয় পয়সা করে চার্জের কথা ঘোষণা করেছিল ভোডাফোন। কিন্তু ফের সেই রিচার্জ প্ল্যান সংশোধন করে ভোডাফোন। যেখানে কলের বাধ্যবাধকতা তুলে দিয়ে আনলিমিটেড সুযোগ সুবিধা ফিরিয়ে এনেছে।
দেখে নিন নতুন রিচার্জ প্ল্যান
Advertisment