বছর শেষে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা আনল এই ভোডাফোন সংস্থা। ১৯৯ ও ৩৯৯ টাকার প্রিপেইড কম্বো প্ল্যানে যে ডেটা ছিল এতদিন তার সঙ্গে সংযুক্ত করা হয়েছে আরও ১০০ এমবি। প্রত্যেক দিনেই পাওয়া যাবে এই অতিরিক্ত ইন্টারনেট ডেটা পাওয়ার সুবিধা। পাশাপাশি সঙ্গে রয়েছে FUP লিমিট। তার অর্থ, একদিনে ডেটা শেষ না হলে তা পরের দিন ব্যবহার করতে পারবেন। একই দিনে প্রয়োজনে অতিরিক্ত ডেটাও ব্যবহার করার সুবিধা পাবেন।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্যবহারকারীদের এখন প্রতিদিন ১.৪ জিবি ডেটা দেওয়া হত ১৯৯/৩৯৯ টাকার প্ল্যানে। সম্প্রতি নতুন পরিকল্পনামাফিক গ্রাহকরা ব্যবহার করতে পারবেন জন্য ১.৫ জিবি ডেটা। ১৯৯ টাকার মাসিক প্রিপেইড প্যাক যা ২৮ দিনের জন্য বৈধ, ৩৯৯ টাকার প্ল্যান ৭০ দিনের জন্য বৈধ থাকবে। এছাড়া, রোমিংয়ে এমনকি সীমাহীন লোকাল / এসটিডি কলিং সহ প্রতিদিন ১০০ টি এসএমএস পাওয়া যাবে।
আরও পড়ুন: সিংহাসন দখলে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও
১৯৯ টাকায় আগে মাসে ৩৯.২ জিবি ডেটা ব্যবহার করা যেত ভোডাফোনো। এখন তা বেড়ে দাঁড়াল ৪২ জিবিতে। ৯৮ জিবি ডেটার পরিবর্তে এখন ১০৫ জিবি ডেটা পাওয়া যাবে ৩৯৯ টাকায়।
রিচার্জ পরিষেবার ইঁদুর দৌড়ে ক্ষণেক্ষণেই বদলাতে থাকে রিচার্জ প্ল্যান। এয়ারটেল এবং ভোডাফোন এই দুই শীর্ষস্থানীয় টেলিকম জিওর পরিকাঠামোকেই মূলত অনুসরণ করে থাকে। কম টাকায় বেশি পরিষেবা দেওয়ার যুদ্ধে প্রিপেইড ব্যবহারকারীরা সম্প্রতি অনেক সুবিধা পেয়েছেন। পাশাপাশি বেড়েছে ইন্টারনেট ব্যবহার। কারণ টেলিকম অপারেটররা সীমাহীন কল, দ্রুতগতির ডেটা, দীর্ঘমেয়াদী বৈধতা এবং বিনামূল্যে এসএমএস সহ বেশ কয়েকটি সুবিধা দিয়ে থাকে বর্তমানে।
এয়ারটেল:
১) ৩৯৯ টাকার প্রিপেইড রিচার্জ বৈধতা ৭০ দিন
এয়ারটেল রিচার্জ
২) ৪১৯ টাকার প্রিপেইড রিচার্জ , সময়সীমা ৭৫ দিন
৩) ৪৪৮ প্রিপেইড রিচার্জ প্ল্যানের বৈধতা ৮২ দিন
রিলায়েন্স জিও
১) ৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যান, সময়সীমা ৮৪ দিন
২) ৪৪৯ ও ৪৪৮ টাকার প্রিপেইড প্ল্যানের বৈধতা ৯১ দিন।
রিলায়েন্স জিও রিচার্জ
রিলায়েন্স জিও রিচার্জ
Read the full story in English