New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/vodafone.jpg)
ভোডাফোন লঞ্চ করল দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। ২০৫ ও ২২৫ টাকার মোবাইল রিচার্জ বর্তমানে নেটওয়ার্ক দুনিয়ায় জিওকে টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত সেই লক্ষ্যেই একের পর এক নতুন অফার নিয়ে এসেছে কোম্পানি ৷
Advertisment
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/vodafone-red-1200-1.jpg)
২০৫ টাকার প্ল্যানটিতে পেয়ে যাবেন বোনাস প্ল্যান, কাজেই এতে কোনও টক-টাইম সুবিধা পাবেন না। রিচার্জ করলে প্রত্যেকদিন অতিরিক্ত ২ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করার সুযোগের সঙ্গে থাকছে আনলিমিটেড কল এবং ৬০০ টি এসএমএস করার সুবিধা। এই প্ল্যানটির বৈধতা ৩৫ দিন।
Advertisment
পাশাপাশি ২২৫ টাকার প্ল্যানে থাকছে ৪ জিবি ডেটা। এই প্ল্যানের সঙ্গে রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা। পাশাপাশি ২০৫ টাকার রিচার্জের মতো রয়েছে ৬০০টি এসএমএস।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/download.png)
দুটি নতুন প্রিপেড প্ল্যান ছাড়াও আজ থেকে Zee5 Theatre পরিষেবা চালু করল Vodafone Idea।