New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/vodafone.jpg)
ভোডাফোন লঞ্চ করল দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যান। ২০৫ ও ২২৫ টাকার মোবাইল রিচার্জ বর্তমানে নেটওয়ার্ক দুনিয়ায় জিওকে টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত সেই লক্ষ্যেই একের পর এক নতুন অফার নিয়ে এসেছে কোম্পানি ৷
Advertisment
জিওকে টেক্কা ভোডাফোনের২০৫ টাকার প্ল্যানটিতে পেয়ে যাবেন বোনাস প্ল্যান, কাজেই এতে কোনও টক-টাইম সুবিধা পাবেন না। রিচার্জ করলে প্রত্যেকদিন অতিরিক্ত ২ জিবি পর্যন্ত ডেটা ব্যবহার করার সুযোগের সঙ্গে থাকছে আনলিমিটেড কল এবং ৬০০ টি এসএমএস করার সুবিধা। এই প্ল্যানটির বৈধতা ৩৫ দিন।
পাশাপাশি ২২৫ টাকার প্ল্যানে থাকছে ৪ জিবি ডেটা। এই প্ল্যানের সঙ্গে রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা। পাশাপাশি ২০৫ টাকার রিচার্জের মতো রয়েছে ৬০০টি এসএমএস।
Advertisment
সম্পূর্ণ নতুন বৈধতায় রিচার্জ প্যাক আনল ভোডাফোনদুটি নতুন প্রিপেড প্ল্যান ছাড়াও আজ থেকে Zee5 Theatre পরিষেবা চালু করল Vodafone Idea।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us