change your surname in aadhaar: কীভাবে ঝটপট আধারে পদবি বদল? জানুন চটজলদি পদ্ধতি!

change your surname in aadhaar: আধার কার্ড আজকের দিনে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র। ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রকল্প—সব জায়গাতেই আধারের প্রয়োজন অনিবার্য।

change your surname in aadhaar: আধার কার্ড আজকের দিনে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র। ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রকল্প—সব জায়গাতেই আধারের প্রয়োজন অনিবার্য।

author-image
IE Bangla Tech Desk
New Update
link new mobile number to aadhaar card

কীভাবে ঝটপট আধারে পদবি বদল? জানুন চটজলদি পদ্ধতি!

change your surname in aadhaar: আধার কার্ড আজকের দিনে ভারতের অন্যতম  গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র। ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রকল্প—সব জায়গাতেই আধারের প্রয়োজন অনিবার্য। এই কার্ডে থাকা তথ্য সঠিক না থাকলে নানা জায়গায় কাজে গিয়ে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে, বিয়ের পর অনেক মহিলার পদবি পরিবর্তন হয়, আর সেক্ষেত্রে আধার কার্ডেও সেই পরিবর্তন করা জরুরি।

Advertisment

কেন পদবি পরিবর্তন জরুরি?
বিয়ের পর পদবি পরিবর্তনের ফলে যদি আধার কার্ডে পুরনো পদবিই থেকে যায়, তাহলে পরবর্তীকালে প্যান কার্ড, ভোটার আইডি, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদির তথ্যের সঙ্গে অমিল দেখা দিতে পারে। এতে সরকারি পরিষেবা পাওয়া থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ কাজে সমস্যা দেখা দিতে পারে। তাই আধারে পদবি আপডেট করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কী কী নথি লাগবে?
আধার কার্ডে পদবি পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল বিবাহের শংসাপত্র (Marriage Certificate)। যা প্রমাণ করে যে আপনি বৈধভাবে বিবাহিত এবং পদবি পরিবর্তনের আবেদন করছেন।

এছাড়াও আপনি প্রয়োজনে 

Advertisment

স্বামীর নামসহ পাসপোর্ট

স্বামীর নামসহ প্যান কার্ড

ব্যাংক স্টেটমেন্ট/পাসবুক যেখানে স্বামীর নামসহ পদবির পরিবর্তন উল্লেখ আছে নথিও জমা করতে পারেন। 

কীভাবে আধারে পদবি পরিবর্তন করবেন?
নিকটতম আধার সেবা কেন্দ্রে যান: অনলাইনে পদবি পরিবর্তনের সুবিধা সীমিত, তাই আপনাকে অফলাইনে গিয়ে আধার আপডেট করতেই হবে।

ফর্ম পূরণ করুন: কেন্দ্রে গিয়ে নাম, আধার নম্বর এবং সংশ্লিষ্ট তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি জমা দিন: বিবাহের শংসাপত্রসহ প্রয়োজনীয় নথির ফটোকপি জমা দিতে হবে এবং মূল নথি সঙ্গে রাখতে হবে যাচাইয়ের জন্য।

বায়োমেট্রিক ও ছবি আপডেট: নতুন ছবি তোলা হবে এবং ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে।

ফি প্রদান: তথ্য আপডেটের জন্য প্রায় ৫০ টাকা ফি দিতে হবে। 

আপডেট স্ট্যাটাস চেক করুন: আবেদন জমা দেওয়ার পর ইউআইডিএআই-এর ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।

Aadhaar Card