এখন আইফোন থকে সহজেই অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনে স্যুইচ করুন। ‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ (Switch to Android) অ্যাপ নিয়ে হাজির গুগল। তবে তা এখনই ব্যবহারের জন্য সামনে আনা হয়নি। তবে এই অ্যাপের একাধিক বৈশিষ্ট সামনে এসেছে। এই অ্যাপের মাধ্যমে সহজেই আইফোনে থাকা একাধিক মিডিয়া ফাইল ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড্রয়েডে।
9to5Google এর সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, যে সকল ইউজার আইফোন থেকে সহজেই অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোনে স্যুইচ করতে চান তাদের কথা মাথায় রেখেই এই অ্যাপ ডিজাইন করা হয়েছে। স্যুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের পুরোনো আইফোন থেকে নয়া অ্যান্ড্রয়েড ফোনে – কন্টাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট, ফটো এবং ভিডিও স্থানান্তর করতে সক্ষম হবেন।
পূর্বে, আইফোন থেকে গুগল ড্রাইভে তাদের ডেটা স্থানান্তর করতে হত, যার ফলে বেশ খানিকটা স্টোরেজ অপচয় হত অথবা, গুগল স্টোরেজে স্পেস না থাকলে, অ্যান্ড্রয়েড ১২ ওএস চালিত ফোনে ইউএসবি টাইপ-সি কেবলের সঙ্গে একটি লাইটিং সংযোগ করে ডেটা ‘ট্রান্সফার’ করতে হত। এখন এই অ্যাপের সাহায্যে আর ও সহজে মিডিয়া ফাইল ট্রান্সফার করতে পারবেন ইউজাররা।
‘স্যুইচ টু অ্যান্ড্রয়েড’ অ্যাপ ডাউনলোড এবং ব্যবহার করার প্রক্রিয়া
স্যুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন -https://apps.apple.com/in/app/id1581816143
স্টার্ট বাটনে ক্লিক করে অ্যাপ ইন্সটল করুন এই আপনার অ্যান্ড্রয়েড ফোনের কিউ আর লিঙ্ক স্ক্যান করুন।
আপনার আইফোনের মডেল বেছে নিন।
পছন্দের মিডিয়া ফাইল যেগুলি ট্রান্সফার করতে চাইছেন সেগুলি সিলেক্ট করুন। তারপর Continue বাটনে প্রেস করুন।
প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, ‘iMessage’ ডিজেবল করতে ‘Go to Settings’ অপশনে ট্যাপ করুন৷
আইক্লাউড ডেটার কপি করতে ‘Start request’ অপশনে ক্লিক করুন।
সম্পন্ন হওয়ার পর অ্যাপটি বন্ধ করুন।
স্যুইচ টু অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করার জন্য আইফোনে আইওএস ১২ (iOS 12) অপারেটিং সিস্টেম বা লেটেস্ট ইউজার ইন্টারফেস থাকতে হবে। সেই সঙ্গে আইফোনের একাধিক সিস্টেম অপশন এনাবেল রাখতে হবে।