Advertisment

ব্ল্যাকহোল নিয়ে গবেষণায় XpoSAT স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, নতুন বছরে ইতিহাস গড়ল ISRO

ISRO জানিয়েছে ১ লাজানুয়ারি সকাল ৯:১০মিনিটে 'এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট' (EXPOSAT) মিশন উৎক্ষেপণ করতে চলেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Isro PSLVC-58 launch, Isro PSLVC-58 launch live, Isro PSLV launch, POLIX mission, Raman Research Institute, Science news, India Today Science, PSLV launch live stream, Isro launch live stream,",

নতুন বছরের প্রথম দিনেই ইতিহাস গড়ল ISRO

নতুন বছরের প্রথম দিনেই ইতিহাস গড়ল ISRO। ব্ল্যাকহোল নিয়ে গবেষণা চালাতে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ভারতীয় মহাকাশ সংস্থা। ১ লা জানুয়ারি সোমবার ইসরো PSLV C-58 এর মাধ্যমে 'XpoSAT' স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। যা মহাকাশে অজানা ব্ল্যাকহোল নিয়ে নিরন্ত্র গবেষণা চালাবে।

Advertisment

মহাকাশ গবেষণা সংস্থার প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট অর্থাৎ 'এক্সপোস্যাট' রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) C 58 এর মাধ্যমে সফল উৎক্ষেপণ করে। এটি মাত্র ২১ মিনিটে মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছাবে। এটি হবে এই রকেটের ৬০তম মিশন। এই মিশনে এক্সোস্যাটের সাথে আরও ১০টি স্যাটেলাইটও পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হবে।ইসরো প্রধান এস সোমনাথ ব্যক্তিগতভাবে এই মিশনের উৎক্ষেপণের দিকে নজর রাখছেন। স্যাটেলাইটটি এখন পর্যন্ত তিনটি পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে

১ লা জানুয়ারি সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেয় 'এক্সপোস্যাট'। এটি হল দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট। এর আগে ২০২১ সালে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করে নাসা। এই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে এক্স-রে উৎস সন্ধান করা হবে। ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কে গবেষণায় নতুন দিশা পেতে পারে ইসরো।

মহাকাশে কৃষ্ণগহ্বরের উপস্থিতি, উৎস ও আরও নানান তথ্য জোগাড় করার চেষ্টা করবে এক্সপোস্যাট। এর মাধ্যমে কোথায় কোথায় কৃষ্ণগহ্বর রয়েছে, তার সন্ধানও মিলতে পারে। মিলতে পারে নতুন ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ঠিকানাও। এছাড়া মহাকাশে ৫০টিরও বেশি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করার কথা এক্সপোস্যাটের।

ISRO এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে '১ লা জানুয়ারি সকাল ৯:১০মিনিটে 'এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট' (EXPOSAT) মিশন লঞ্চ হতে চলেছে। ২০২৩ সালে চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে চাঁদে পৌঁছানো এবং আদিত্য এল-১ মিশনের মাধ্যমে সূর্যের দিকে যাত্রা শুরু করার পর, ইসরো এই বছর মহাকাশ গবেষণায় এটাই প্রথম পদক্ষেপ।মিশনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে ভারত বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠতে চলেছে যে দেশ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর অনুসন্ধানের লক্ষ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাতে চলেছে।

মার্কিন মহাকাশ সংস্থা NASA ২০২১ সালে 'ইমেজিং এক্স-রে পোলারিমেট্রি এক্সপ্লোরার' (IXPE) নামে একটি মিশন চালু করেছে। এর মাধ্যমে বর্তমানে মহাকাশে উপস্থিত ব্ল্যাক হোল এবং অন্যান্য নানান বিষয় নিয়ে গবেষণা করা হচ্ছে। পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের মাধ্যমে এক্সপোস্যাটকে মহাকাশে পাঠানো হবে। এক্সোপাস্যাট স্যাটেলাইট পিএসএলভি রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। এই স্যাটেলাইটটি স্থাপন করা হবে পৃথিবীর নিম্ন কক্ষপথে, যেখান থেকে পৃথিবীর দূরত্ব ৬৫০ কিলোমিটার।

শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সোমবার সকাল ৯: ১০ মিনিটে ISRO এক্সপোস্যাট স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে। যা মহাকাশে অজানা ব্ল্যাকহোল নিয়ে নিরন্ত্র গবেষণা চালাবে। লঞ্চটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হয়। লঞ্চটি ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভ।

ISRO
Advertisment