Advertisment

'SSLV-D2'-এর সফল উৎক্ষেপণ, জেনে নিন এর বিশেষত্ব

ISRO-এর তথ্য অনুসারে, SSLV রকেটের দাম প্রায় ৫৬ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
isro,Indian Space Research Organisation,isro sslv launch,sslv mission,isro's sslv launches student-made satellites,sslv-d1/eos-02 mission"

সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর নতুন রকেট SSLV-D2 উৎক্ষেপণ, জেনে নিন এর বিশেষত্ব

সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে ছোট উপগ্রহ উৎক্ষেপণ যান (SSLV-D2) এর দ্বিতীয় সংস্করণ সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) । SSLV-D2 উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে তিনটি উপগ্রহ পাঠাল ISRO। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে তার ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLV-D2) সফলভাবে উৎক্ষেপণ করেছে।

Advertisment

স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLV) নামক রকেটটি স্যাটেলাইট EOS-07 (আর্থ-অবজারভেশন স্যাটেলাইট-07), জানুস-1 এবং AzaadiSAT-2 কে ৪৫০ কিলোমিটার কক্ষপথে স্থাপন করেছে, ISRO প্রধান এস সোমানাথ একটি লাইভস্ট্রিমের সময় এই কথা ঘোষণা করেছেন । ISRO-এর মতে, SSLV ব্যবহার করা হয় ৫০০ কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইটকে তার কক্ষপথে উৎক্ষেপণ করতে। তিনটি স্যাটেলাইট ৪৫০ কিলোমিটার দূরে একটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে বলে ইসরো'র তরফে জানান হয়েছে।


ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের প্রথম লঞ্চ প্যাড থেকে তার ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (SSLV-D2) সফলভাবে উৎক্ষেপণ করেছে। ISRO আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে SSLV-D2 উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে তিনটি উপগ্রহ - EOS-07, Janus-1 এবং AzaadiSAT-2 লঞ্চ করল ইসরো। ISRO-এর তরফে জানান হয়েছে যে তার নতুন এই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SSLV-D2 তার ১৫ মিনিটের মধ্যে ৩টি স্যাটেলাইট মহাকাশে লঞ্চ করতে সক্ষম হয়েছে। SSLV-D2 খুব কম খরচে, অল্প সময়ে ঘুরতে ঘুরতে এবং একাধিক উপগ্রহ একই সঙ্গে কক্ষপথে উৎক্ষেপণ করতে সক্ষম।

সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ইসরোর নতুন রকেট SSLV-D2 উৎক্ষেপণ, জেনে নিন এর বিশেষত্ব

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের প্রথম লঞ্চ প্যাড থেকে ছোট উপগ্রহ লঞ্চ ভেহিকেল (SSLV-D2) উৎক্ষেপণ করেছে। আজ (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে এই উৎক্ষেপণ হয়।তিনটি উপগ্রহ EOS-07, Janus-1 এবং AzaadiSAT-2 স্যাটেলাইটকে ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ছোট স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল-SSLV-D2- উৎক্ষেপণ করে।

ISRO অনুসারে, SSLV 'লঞ্চ-অন-ডিমান্ড' ভিত্তিতে নিম্ন পৃথিবীর কক্ষপথে ৫০০ কেজি পর্যন্ত স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা করে। SSLV ৩৪ মিটার লম্বা, ২ মিটার চওড়া। যার ওজন 120 টন। রকেটটি একটি বেগ টার্মিনাল মডিউল দিয়ে কনফিগার করা হয়েছে।

গত বছরের আগস্টে উৎক্ষেপণ ব্যর্থ হয়

গত বছরের আগস্টে এই রকেটের প্রথম উৎক্ষেপণ ব্যর্থ হয়। গত বছর, SSLV-এর প্রথম উৎক্ষেপণে সময়, যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করা যায়। পাশাপাশি রকেটের সফ্টওয়্যারটি উপগ্রহগুলিকে ভুল কক্ষপথে উৎক্ষেপণ করছিল, যার ফলে ইসরো SSLV-এর উৎক্ষেপণ বাতিল করে।

মোট ওজন ১৭৫.২ কেজি

SSLV-D2 এর মোট ওজন ১৭৫.২ কেজি, ইওস স্যাটেলাইটের ওজন ১৫৬.৩ কেজি, জানুস-1 এর ওজন ১০.২ কেজি এবং আজাদিস্যাট-2 এর ওজন ৮.৭ কেজি। ISRO-এর তথ্য অনুসারে, SSLV রকেটের দাম প্রায় ৫৬ কোটি টাকা।

ISRO
Advertisment