২০১৯ সালে মুক্তি পাওয়া অপোর আসন্ন ফোনে থাকবে টেন-এক্স লসলেস' জুম। যা বাজার চলতি কোনো ফোনেই নেই বলে দাবি সংস্থার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয় ডিভাইসটির পেছনে থাকবে তিনটি ক্যামেরা লেন্স - ওয়াইড, আলট্রাওয়াইড এবং টেলিফটো।
সাধারণত সমস্ত স্মার্ট ফোনে থাকে টু এক্স অথবা থ্রি এক্স অপটিকাল জুম। সেখানে অপো তার ফোনে দিচ্ছে প্রায় টেনএক্স লসলেস জুম।
লসলেস জুম কী?
জুম করে ছবি তুললেও ভালো মান পাওয়া যাবে ছবির। কোয়ালিটি পড়ে যাবে না, অর্থাৎ খারাপ হবে না। ছবি তোলার সময় বিষয়বস্তুর ওপর ফোকাস করে টেন-এক্স জুম করলে কোনো আওয়াজ ধরা পড়বে না বলে দাবি কোম্পানির।
স্পেনের বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত হয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2019)। সেখানেই অপো তার বহু আলোচিত ক্যামেরা ফোনের ডিসপ্লে করে। শুধু যুবসমাজ নয়, সব বয়সের মানুষই এখন স্মার্টফোন ব্যবহারের দিকে ঝুঁকেছেন। ইতিমধ্যেই এই ফোনের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে মোবাইল ক্যামেরা ও সেলফি। তবে সাধ্যের দামে বেশি ফিচারের দৌড়ে বরাবরই এগিয়ে অপো ফোন।
10x zoom
1x zoom
২০১৯ সালের মাঝামাঝি সময়ে এই স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে অপো। এখনও ডিভাইসটির নাম প্রকাশ্যে আসেনি। টেন-এক্স লসলেস জুম ক্যামেরা প্রযুক্তিসহ তিনটি ক্যামেরায় রয়েছে ১৬ মিমি ফোকাল দৈর্ঘ্য এবং ১২০ ডিগ্রী ভিউ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা। OIS সমেত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। অন্যটিতে ১২ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, সঙ্গে ১৬০ এমএমের ফোকাল দৈর্ঘ্য ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সম্বলিত।
রিভিউ
বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রোটোটাইপ ফোনটি হাতে নেওয়ার পর, প্রথম ক্যামেরাটি খুলেই রাতারাতি ছবি তুলতে শুরু করি। প্রোটোটাইপ ফোনটি নিয়ে আমাদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলত, ওই হলের মধ্যেই একাধিক ছবি তুলে দেখার চেষ্টা করি, কোম্পানির টেন-এক্স লসলেস জুম কতটা নিখুঁত, তা যাচাই করে দেখতে থাকি।
অবশ্যই, বারবার টেন-এক্স জুম করে দেখেছি, বলা বাহুল্য এত লম্বা দৈর্ঘ্যের জুমে ছবিতে তুলনামূলক অনেক কম আওয়াজ ছিল। তবে উল্লেখ্য, টেন-এক্স অপটিক্যাল জুম চিত্তাকর্ষক, কিন্তু সবসময় নয়।
Read the full story in English