অসহ্য-ভ্যাপসা গরম থেকে ভরপুর মুক্তির স্বাদ এনে দেয় সাধের AC। তবে এই এয়ার কন্ডিশনার মেশিন চললে অনেকেই বিদ্যুতের বিল নিয়ে ঘোর দুশ্চিন্তায় থাকেন। তবে এবার আর সেই চিন্তা নেই। শুধুমাত্র করতে হবে একটি কাজ। তাহলেই দেদার এসি চালালেও বিল আসবে ফ্যান চলার মতই।
জ্বালাপোড়া অসহনীয় গরম থেকে মুহূর্তে প্রাণভরা মুক্তির স্বাদ এনে দেয় এয়ার কন্ডিশনার কিংবা এসি মেশিন। দাবদাহের কালে এসি মেশিনের চাহিদা বিপুলভাবে বেড়ে যায়। তবে এই এসি কেনার পর বিদ্যুতের বিল নিয়ে অনেকেই ঘোর দুশ্চিন্তায় ভুগতে থাকেন। তাঁদের জন্যই এই বিশেষ প্রতিবেদন।
প্রচন্ড গরম থেকে রেহাই পেতে কেউ কুলার আবার কেউ এসির উপরেই ভরসা রাখছেন। এ জন্য বাজারে বিভিন্ন ধরনের এসি ও কুলার পাওয়া যায়। তবে এসি কেনার পর মানুষজন বিদ্যুতের বিল নিয়ে বেশ চিন্তায় থাকেন। এই সমস্যা এড়াতে বাজারে বাজারে এসেছে স্মার্ট এসি। এই এসিগুলি দেখতে সাধারণ এসির মতো, তবে এই এসিগুলি বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি অনেক দিক থেকেই নিরাপদ। এর পাশাপাশি অনেক ধরনের স্মার্ট ফিচারও রয়েছে এই এসিতে।
আরও পড়ুন : < AC Gas Cost: এত কমে এসির গ্যাস রিফিলিং! প্রতারণার ফাঁদে পড়ছেন না তো? >
স্মার্ট এসি কি জানেন?
স্মার্ট এসি নামের মতো কাজটাও বেশ স্মার্ট। আপনি যে কোন সময় এবং যে কোন জায়গায় এই এসি চালাতে পারবেন। দেখতে সাধারণ এসির মতো, তবে সাধারণ এসির চেয়ে অনেক বেশি বৈশিষ্ট্য এবং ফাংশন রয়েছে। আপনি আপনার স্মার্টফোন বা অন্য কোনো স্মার্ট ডিভাইস থেকে স্মার্ট এসি নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনার বাড়িতে যদি একটি স্মার্ট এসি লাগানো থাকে এবং আপনি তাড়াহুড়ো করে বাড়ি বেরোনোর সময় এসি বন্ধ করতে ভুলেও যান আপনি অফিসে বসেই অনায়াসেই স্মার্ট এসিটি বন্ধ করতে পারেন।
স্মার্ট এসি কেনা কি উপকারী?
স্মার্ট এসি ব্যবহার করা বেশ সহজ। এছাড়া সাধারণ এসির থেকে আরও ভালো শীতলার অনুভূতি দেবে এই স্মার্ট এসি। পাশাপাশি বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে অনেকটা।