একটি নতুন ফিচার-সহ আপডেট করা হয়েছে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা ভার্সান। এই নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা দুই বা এর থেকে বেশি গ্রাহককে মেসেজ পাঠানোর আগে প্রিভিউ দেখে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের Android beta version 2.18.366-তে মিলছে এই নতুন মাল্টি শেয়ার ফিচারটি এবং খুব শীঘ্রই তা সবার জন্য আসতে চলেছে।
কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের এই মাল্টি শেয়ার ফিচার?
জানা যাচ্ছে, দুই বা ততোধিক ব্যক্তিকে কোনও টেকস্ট মেসেজ পাঠানোর আগেই প্রেরক প্রিভিউ দেখতে পারবেন। এ ক্ষেত্রে মেসেজটি ক্যান্সেলও করতে পারবেন তাঁরা। পাশাপাশি YouTube, Twitter-এর মতো থার্ড পার্টির অ্যাপ থেকে URLs শেয়ার করার আগে একইভাবে লিঙ্ক প্রিভিউও দেখা যাবে।
আরও পড়ুন: তিন হাজার কোটির ক্ষেপণাস্ত্র! অনুমোদন প্রতিরক্ষা মন্ত্রকের
স্টিকার সার্চ ফিচার ছাড়াও GIF search user-interface-এর সুবিধা পাবেন অ্যান্ডরয়েডে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। সম্প্রতি, দু'টি ফিচারের ছবি-সহ একটি স্ক্রিনশট শেয়ার করেছে WABetaInfo. সেখানে দেখা যাচ্ছে, নতুন GIPHY সার্চবারের উপস্থিতি। মনে করা হচ্ছে, এখান থেকে GIFs সার্চ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। গত মাসের প্রথম দিকে WABetaInfo জানিয়েছিল যে, স্টিকার সার্চ ফিচার-এর ডেভেলপমেন্টের কাজ চলছে। তবে এখন বেশ বোঝাই যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই সব গ্রাহকই এই ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন।
এর আগে সংস্থার তরফে টুইট করে জানানো হয়, "স্টিকার সার্চ ফিচারের ওপর কাজ করা হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই ফিচারটি ব্যবহার করতে পারবেন সাধারণ গ্রাহকরা। এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে।" উল্লেখ্য, এই স্টিকার সার্চ ফিচারের সাহায্যে প্রতিটি আলাদা আলাদা স্টিকার প্যাক খুঁজতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। স্টিকার ট্যাবটি খোলার জন্য বাঁদিকের কোনায় নিচের দিকে একটি লেন্স আইকন থাকবে, এই আইকনের ওপর ক্লিক করলেই সার্চ বার খুলে যাবে। এরপর সেখান থেকে আলাদা আলাদা স্টিকার প্যাক খুঁজে নিতে পারবেন ব্যবহারকারীরা।