ইউজারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে চায় হোয়াটসঅ্যাপ। একইসঙ্গে যাতে আরও কিছুক্ষণ সময় হোয়াটসঅ্যাপে কাটায় তারা, তারও বন্দবস্ত করতে ব্যস্ত এই মার্কিন সংস্থা।
গত বছর অক্টোবর মাসে জানা গিয়েছিল, 'ভ্যাকেশান মোড' আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপ জানিয়েছে, 'ভ্যাকেশন মোড' নয়, 'ইগনোর আর্কাইভ চ্যাট' নিয়ে আসতে চলেছে তারা। অপ্রয়োজনীয় মেসেজের হাত থেকে রেহাই দেবে হোয়াটসঅ্যাপের আপকামিং নয়া ফিচার। সদ্য অ্যান্ড্রয়েড বিটা ২.১৯.১০১ ভার্সনে দেখা মিলেছে 'ইগনোর আর্কাইভ চ্যাটে'র। তবে এখনও পরীক্ষানিরীক্ষার অধীনে রয়েছে এই ফিচার।
আরও পড়ুন: আপনার কাজকে সহজ করতে নতুন সাজে হোয়াটসঅ্যাপের অন্দরমহল
সাধারণত হোয়াটসঅ্যাপে কোনও চ্যাট আর্কাইভে পাঠিয়ে দিলে তা উইন্ডোতে দেখা যায় না। কিন্তু যদি সেই চ্যাটে নতুন মেসেজ আসে, তাহলে পুনরায় তা উঠে আসে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে। 'ইগনোর আর্কাইভ চ্যাট' ফিচার অন রাখলে, না চাইলে মুখ দর্শন করতে হবে না অপ্রয়োজনীয় মেসেজের।
ভ্যাকেশান মোডে আর্কাইভ চ্যাট নিজে থেকে ফিরে আসবে না। ছুটিতে কোথাও গেলে বা শুধু নিজেকেই সময় দিতে চাইলে অন করুন ‘ইগনোর আর্কাইভ চ্যাট’। যার ফলে আপনার হোয়াটসঅ্যাপের অন্য বন্ধুরা জানতে পারবেন এই মূহুর্তে আপনাকে পাওয়া দায়। ফলে বন্ধুদের পাঠানো বার্তার উত্তর সময়মতো না দিলেও সমস্যা হবে না। শুধু তা-ই নয়, বন্ধুদের কাছ থেকে আসা মেসেজের পরিমাণ যতই হোক, সব মেসেজই গচ্ছিত থাকবে হোয়াটসঅ্যাপে। কাজেই, ঘুরে ফেরার পর সব মেসেজই নাগালে থাকবে আপনার।
Read the full story in English