Advertisment

নতুন স্মার্ট ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ

আপনার বন্ধু যদি হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো স্টিকার পাঠায়, তাহলে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠাবে, “Sticker”। খুব শীর্ঘই, চলতি হোয়াটসঅ্যাপ ভার্সনেও থাকবে এই ফিচার।

author-image
IE Bangla Web Desk
New Update
whatsapp

whatsapp

হোয়াটসঅ্যাপ নিয়ে এল স্টিকার নোটিফিকেশন প্রিভিউ ফিচার। সদ্য আপডেটেট অ্যান্ড্রয়েড অ্যাপে এই ফিচার পাওয়া যাবে বলে জানিয়েছে 'WAbetainfo'। তবে বেশ কিছুদিন আগে অ্যাপেলের আইওএস ভার্সন 2.19.50.21 চলে এসেছে স্টীকার নোটিফিকেশন।

Advertisment

আরও পড়ুন: খবরদার ফোনে অন করবেন না ‘ডার্ক মোড’

এখন প্রশ্ন স্টীকার নোটিফিকেশন প্রিভিউ ফিচার কী ?

আপনার বন্ধু যদি হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো স্টিকার পাঠায়, তাহলে হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠাবে, “Sticker”। কাজেই , সেই মেসেজ না খুলেই বুঝে যাবেন আপনাকে স্টিকার পাঠিয়েছে।

আরও পড়ুন: ফেসবুক মেসেঞ্জারে ডার্ক মোড চাই? দেখে নিন কী ভাবে

খুব শীঘ্রই, চলতি হোয়াটসঅ্যাপ ভার্সনেও থাকবে এই ফিচার। এছাড়াও হোয়াটসঅ্যাপ আনতে চলেছে ডার্ক মোড। অর্থাত্ৎ গোটা হোয়াটস্অ্যাপে থাকবে কালো ব্যাকগ্রাউন্ট। যার মধ্যে টেকস্ট থাকবে সাদা রঙের। অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে নিয়ে এসেছে এই কালো থিম । সংস্থা জানিয়েছে মূলত, ইউজারদের একাধিকবার অনুরোধ করার পরই নিয়ে আসা হয় এই ফিচার। এবার পালা হোয়াটসঅ্যাপে।

Read the full story in English

Whatsapp
Advertisment