Advertisment

WhatsApp নিয়ে এল নয়া ফিচার, জেনে নিন ফিচার সম্পর্কে

দ্রুত এই ফিচার লঞ্চ করে গ্রাহকের মন জয়ের চেষ্টা করছে WhatsApp।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

WhatsApp নিয়ে এসেছে নয়া ফিচার

WhatsApp বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে প্রতি মাসেই নিত্য-নতুন ফিচার নিয়ে হাজির হয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি। বিগত কয়েক মাস ধরেই Messenger ও Instagram এর মতো মেসেজ রিঅ্যাকশন নিয়ে আসার কাজ করছিল WhatsApp। সাম্প্রতিক রিপোর্ট জানা গিয়েছে মেসেজ রিঅ্যাকশন ফিচারে যুক্ত হয়েছে নতুন অ্যানিমেশন। লঞ্চের আগে Android, iOS, Web ও ডেক্সটপ ক্লায়েন্টের বিটা গ্রাহকদের কাছে এই ফিচার পৌঁছে যাবে। নতুন অ্যানিমেশনগুলি মেসেজের নীচে নির্বাচিত ইমোজির সঙ্গে দেখা যাবে। এই মুহূর্তে কোন গ্রাহক অথবা বিটা টেস্টারের কাছে এই ফিচার পৌঁছায়নি। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত এই ফিচার সকলের জন্য সামনে আনতে চলেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ।

Advertisment

WABetaInfo ওয়েবসাইটে প্রকাশিত স্ক্রিনশটে মেসেজের পাশে একটি ইমোজি আইকন দেখা গিয়েছিল। এই আইকনে ট্যাপ করলে ছয়টি পৃথক ইমোজি ওপেন হতে দেখা গিয়েছে। থাম্বস আপ, লাল হার্ট, কান্নার মুখ, ভাঁজ করা হাত, হতবাক মুখ ও চোখের জল সহ মুখের ইমোজিগুলি দেখা গিয়েছে। তবে এই ছটি ইমোজি ছাড়া আর কোন ইমোজির মাধ্যমে মেসেজে রিঅ্যাক্ট করা যাবে কি না সেই বিষয়ে বিস্তারে জানা যায়নি।

দীর্ঘদিন ধরে এই ফিচার নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। বিগত কয়েক মাস ধরে একের পর এক রিপোর্টে জানা ফিচার নিয়ে WhatsApp এর কাজ করার খবর সামনে এসেছে। ইতিমধ্যেই Facebook Messenger, Twitter, Instagram, Signal ও Telegram এর মতো মেসেজিং অ্যাপে মেসেজে ইমোজির মাধ্যমে রিঅ্যাক্ট করা গেলেও প্রতিযোগীদের থেকে এই ফিচারে পিছিয়ে রয়েছে বিশ্বের এক নম্বর মেসেজিং সার্ভিস। এই কারণে দ্রুত এই ফিচার লঞ্চ করে গ্রাহকের মন জয়ের চেষ্টা করছে WhatsApp।

এর আগে একাধিক দুর্দান্ত ফিচার যোগ করেছে Whatsapp। এবার থেকে যে কোনও ছবি ডকুমেন্ট হিসেবে সেন্ড করার সেই ডকুমেন্টের সঙ্গে অ্যাটাচ ছবি দেখার সুযোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও ভয়েস নোটের ক্ষেত্রেও একাধিক পরিবর্তন আনা হয়েছে।

Whatsapp WhatsApp animation feature
Advertisment