Advertisment

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সাবধান, এই ভার্সনটি থেকে দুরে থাকুন

অতিরিক্ত ফিচার ব্যবহারের লোভে আপনি ফেক হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন নাতো! হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপ্লিকেশন ভার্সন থেকে দুরে থাকুন। এই অ্যাপ দিয়ে ব্যক্তিগত ডেটা আদানপ্রদান করলেই ঘনিয়ে আসতে পারে বিপদ।

author-image
IE Bangla Web Desk
New Update
WhatsApp fake version

হোয়াটসঅ্যাপ গোল্ড মেসেজিং অ্যাপ্লিকেশন ভার্সন থেকে দুরে থাকুন।

অত্যাধুনিক ফিচার ব্যবহারের লোভে আপডেট করায় আপনি ফেক হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন নাতো!মেসেজিংঅ্যাপ দিয়ে ব্যবহারকারীরা সাধারনত তাঁদের ব্যক্তিগত ডেটা আদানপ্রদান করেই থাকে খুব সহজে। কিন্তু তাঁরা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপের জাল ভার্সন ব্যবহার করে থাকেন তাহলেই বিপদ। হোয়াটসঅ্যাপ এখন সারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। যত সময় গেছে একের পর এক আপডেটে ভোলবদল ঘটেছে হোয়াটসঅ্যাপের। পাশাপাশি ব্যবহারের ক্ষেত্রে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে এই মেসেজিং অ্যাপ্লিকেশনটি। কিন্তু তাতেও ঘাটতি রয়েই গেছে। মাঝেমধ্যেই দেখা মেলে আরও অত্যাধুনিক সুবিধা পেতে আপনার হোয়াটসঅ্যাপকে করে তুলুন গোল্ড হোয়াটসঅ্যাপ। রঙ ছাড়া যা দেখতে হুবহু হোয়াটসঅ্যাপের মেসেজিং অ্যাপ্লিকেশনের মত এবং একই পদ্ধতিতে ইন্টারনেট দ্বারা চালিত, এই অ্যাপটির নাম হোয়াটসঅ্যাপ প্লাস যা একটি ম্যালিশিয়াস অ্যাপ। তথ্য অনুযায়ী এই মেসেজিং অ্যাপটি জাল হোয়াটসঅ্যাপ।

Advertisment

অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যায়না বলে বিভিন্ন ওয়েবসাইটে apk ফাইল হিসেবে পাওয়া যায়। অ্যাপটিকে ফেক হোয়াটসঅ্যাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি Android/PUP.Riskware.Wtaspin.GB নামে রিস্কওয়ার সফটওয়ারের একটি ভার্সন। ইন্সটলের সময় URL হ্যান্ডেল সহ আপনার মোবাইল স্ক্রিনে আসবে হোয়াটসঅ্যাপ গোল্ডের লোগো। যদি আপনি স্ক্রিনে আসা 'agree and continue' ক্লিক করেন তাহলে অ্যাপ্লিকেশনটি একটি নতুন সংস্করণ সহ আপডেট করতে আপনাকে পুনঃনির্দেশ করবে। একবার যদি আপনি এই ঝুঁকি নিয়ে নেন, তাহলেই জড়িয়ে পড়বেন জাল  হোয়াটসঅ্যাপের জালে। এই অ্যাপে অতিরিক্ত প্রলোভন হিসেবে টাইপিং, রিসিভিং এবং রিডিং মেসেজ ও নোটিফিকেশন গোপন রাখার জন্য অতিরিক্ত ফিচার রয়েছে। এই ফেক অ্যাপটি ইউজারদের গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেন। পরে এটিকে হোয়াটসঅ্যাপ গোল্ডে বদলে নেওয়ার পরামর্শ দেয়। এই অ্যাপ্লিকেশনটি থেকে দূরে থাকাই শ্রেয়।

Advertisment