/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/WhatsApp_Reuters_2.jpg)
WhatsApp নিয়ে এসেছে নয়া ফিচার
WhatsApp তার ইউজারদের জন্য নিয়ে আসছে সম্পূর্ণ এক নতুন ফিচার। এই ফিচারের মাধ্যমে ইউজাররা, তাদের অ্যাপ থেকে তাদের কাছাকাছি লোকেশনের বিভিন্ন দোকানের ব্যাপারে তথ্য পেতে পারেন।
অ্যাপ থেকে এখন যেমন ইউজাররা ছবি, ভিডিও, ডকুমেন্ট, কন্ট্যাক্ট ইত্যাদি সেগমেন্ট দেখতে পান, নয়া এই ফিচারের ফলে আর একটি সাবক্যাটাগরিতে ইউজাররা দেখতে পাবেন তাদের নির্দিষ্ট লোকাশনের বিভিন্ন ব্যবসায়িক বিষয়ের খুঁটিনাটি। ইতিমধ্যেই ব্রাজিলের বেশ কিছু ইউজার নয়া এই ফিচারের সুবিধা পেয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে WABetaInfo।
নয়া এই ফিচারের নাম ‘Business Directory’। নয়ায় এই ফিচারের মাধ্যমে ইউজাররা, তাদের লোকেশন অনুসারে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের অনুসন্ধান এবং সরাসরি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে সেগুলি কিনতে পারবেন। এই ফিচারের লক্ষ ব্যবসায়িক ভাবে অ্যাপকে আরও বেশি করে কাজে লাগানো।
ইতিমধ্যেই আমরা WhatsApp পেমেন্ট ফিচারের মাধ্যমে ইউপিআই ট্রানজ্যাকশনের সুবিধা ভোগ করে থাকি। নয়া এই ফিচারে একই ভাবে ইউপিআই পেমেন্টের মাধ্যমে সরাসরি ইউজাররা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবেন। তবে এই ফিচার ভারতে কবে আসবে সে ব্যাপারে কোন তথ্য পাওয়া না গেলেও আশা করা হচ্ছে আগামী বছরের শুরুতেই এই বিষয়ে আরও তথ্য সামনে আসবে।