Advertisment

ডেস্কটপ অ্যাপে নতুন ফিচার, চমক WhatsApp-এর

এছাড়াও Android গ্রাহকদের জন্য নতুন ফিচার আনছে WhatsApp।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

ব্লক থাকলেও করা যাবে মেসেজ

ইউজারদের জন্য হামেশাই নতুন নতুন ফিচার নিয়ে আসে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp। এই ধরণের আপডেটের ফলে টেলিগ্রাম সহ একাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে এগিয়ে চলেছে WhatsAppমোবাইল অ্যাপ ছাড়াও মেসেজিং প্ল্যাটফর্মের ওয়েব ভার্সন ও ডেক্সটপ অ্যাপে নতুন ফিচার যুক্ত করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

Advertisment

এবার ডেক্সটপ ভার্সনে যুক্ত হল গ্লোবাল অডিও প্লেয়ার। এর ফলে যে চ্যাটে ভয়েস নোট প্লে করা হয়েছে সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে।আগে ভিডিওর সঙ্গে যেমন পিকচার-ইন-পিকচার মোড যুক্ত হয়েছিল ঠিক একই ভাবে কাজ করবে নতুন এই ফিচার। সেই ফিচারে যে কোন ভিডিও প্লে করলে তা একটি পৃথক ছোট উইন্ডোতে প্লে হতে শুরু করে। অন্য কোন চ্যাট ওপেন করলেও ছোট উইন্ডোতে ভিডিও প্লে হতে থাকে। তবে গ্লোবাল অডিও প্লেয়ারের ক্ষেত্রে ব্রাউজারের নীচে একটি বারে ভয়েস নোট প্লে হবে।নতুন ফিচারে ডিসপ্লের নীচে বিশেষ প্লেয়ারে একবার কোন ভয়েস নোট প্লে করতে শুরু করার পরে সেই চ্যাট থেকে বেরিয়ে অন্য চ্যাট ওপেন করলেও ভয়েস নোট চলতে থাকবে। একটা বারে ভয়ে নোটের প্রগ্রেস দেখতে পাবেন।

আগে ডেক্সটপ গ্রাহকদের জন্য ভয়েস নোটে পজ/প্লে ফিচার নিয়ে হাজির হয়েছিল WhatsApp। নতুন এই ফিচার ছাড়াও আরও অনেক কাজ চলছে এই মেসেজিং অ্যাপে। এছাড়াও Android গ্রাহকদের জন্য নতুন ফিচার আনছে WhatsApp। সেই ফিচারে কোন গ্রাহক ডিসঅ্যাপিয়ারিং মেসেজ এনেবেল করলে WhatsApp এর মাধ্যমে পাঠানো অথবা পাওয়া কোন ছবি ফোনের গ্যালারিতে দেখাবে না। এছাড়াও মেনুর ডিজাইন ঢেলে সাজাচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। iMessage এর মতো WhatsApp এও যুক্ত হচ্ছে মেসেজ রিঅ্যাকশন। এর ফলে যে কোন মেসেজে কয়েকটি ইমোজির মাধ্যমে রিঅ্যাক্ট করা যাবে। প্রথমে কম সংখ্যক ইমোজি দিয়ে এই ফিচার শুরু হলেও পরে তা বাড়তে পারে।

Whatsapp
Advertisment