Advertisment

আর নয় কাটছাঁট, ২জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করুন WhatsApp এই, জানুন বিস্তারিত

রিপোর্ট অনুসারে জানা গেছে বর্তমানে এই ফিচার বিটা পর্যায়ে রয়েছে তবে খুব শীঘ্রই নয়া এই ফিচার সামনে আনতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

কোন কারণে ছয় সংখ্যার পিন ভুলে গেলে ইমেলের মাধ্যমে সেই পিন ফিরে পাওয়া যায়।

হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ এবং লক্ষ লক্ষ ব্যবহারকারী বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে WhatsApp ব্যবহার করেন। সেই সঙ্গে অফিসের কাজের জন্যও অনেকেই WhatsApp ব্যবহার করে থাকেন। ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা দিতে রোজই নিত্যনতুন ফিচার সামনে নিয়ে আসছে মেটা অধীনস্থ এই মেসেজিং অ্যাপ।

Advertisment

সেই সঙ্গে টেলিগ্রাম, স্ন্যাপচ্যাট সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতাতেও অনেকটা নিজেকে এগিয়ে রেখেছে WhatsApp। সম্প্রতি এই মেসেজিং অ্যাপ ইউজারদের জন্য নিয়ে এসেছে দারুণ এক ফিচার। ২ জিবি পর্যন্ত বড় মিডিয়া ফাইল পাঠানোর সুবিধা দেবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসের জন্যই নয়া এই সুবিধা নিয়ে আসতে চলেছে WhatsApp। রিপোর্ট অনুসারে জানা গেছে বর্তমানে এই ফিচার বিটা পর্যায়ে রয়েছে তবে খুব শীঘ্রই নয়া এই ফিচার সামনে আনতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।

WaBetaInfo এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে আর্জেন্টিনার বিটা ইউজাররা নয়া এই সুবিধা ইতিমধ্যেই তাদের অ্যাপে পাচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশে কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোলআউট শুরু হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়ায় যে কোন ফাইল পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট একটি সাইজ থাকে তার চেয়ে বড় সাইজের ফাইল আমরা সেন্ড করতে পারিনা। যদি কোন কারণে মিডিয়া ফাইলের সাইজ বড় হয়ে থাকে তাহলে সেটিকে এডিট করে কমপ্রেস করে পাঠাতে হয়।

সেক্ষেত্রে অনেক সময় ছবির কোয়ালিটি আগের মত থাকে না। এমন অবস্থায় ২জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ারিংয়ের সুবিধা WhatsApp আনলে তাতে উপকৃত হবে কোটি কোটি ইউজার। বর্তমানে ইউজাররা এই মেসেজিং প্ল্যাটফর্মে ১০০ এমবি সাইজ পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করতে পারেন। নতুন এই ফিচার চালু হলে অনায়াসেই ২ জিবি পর্যন্ত মিডিয়া ফাইল শেয়ার করা যাবে WhatsApp এই। তার জন্য প্রয়োজন পড়বে না কোন থার্ড পার্টি অ্যাপের। অথবা আপনাকে আর মিডিয়া ফাইল কাটছাঁট করতে হবে না। এখন কবে আসছে নয়া এই ফিচার তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলেই।

Whatsapp
Advertisment