/indian-express-bangla/media/media_files/2024/10/24/8az4PdI6n56gApAKn5oi.jpg)
হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রামের মত বিশেষ ফিচার!
Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রামের মত বিশেষ ফিচার! বদলে যাবে স্ট্যাটাস আপডেট করার অভিজ্ঞতা।
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ ইউজাররা শীঘ্রই ইনস্টাগ্রামের মতো একটি বিশেষ ফিচার্স পেতে চলেছেন। বিটা ভার্সনে বিশেষ এই ফিচার্স দেখা গেছে। এই বিশেষ ফিচার্স চালু হওয়ার সাথে সাথে ব্যবহারকারীরা তাদের 'স্ট্যাটাস আপডেট' করার ক্ষেত্রে একটি নতুন অভিজ্ঞতা পেতে চলেছেন।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা শীঘ্রই ইনস্টাগ্রামের মতো একটি বিশেষ ফিচার্স পেতে চলেছেন। এই ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেটের অভিজ্ঞতা বদলে যাবে। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে দেখা গেছে। সম্প্রতি, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অনেকগুলি নতুন ফিচার্স নিয়ে এসেছে, যার কারণে ব্যবহারকারীদের এই অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা পরিবর্তন হয়েছে। শুধু তাই নয়, অ্যাপটির জন্য একটি নতুন ইউজার ইন্টারফেস নিয়েও কাজ হচ্ছে।
ঝড়ের বেগে কমল দাম! দিওয়ালির খুশিতে কিনুন iPhone 15 Pro
মিউজিক শেয়ারিং ফিচার আসছে
WABetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, Instagram এবং Facebook-এর মতো, ব্যবহারকারীরা এখন WhatsApp-এ স্ট্যাটাস আপডেটে গান শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের এই বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে । অ্যান্ড্রয়েড 2.24.22.11 সংস্করণে এই বিশেষ ফিচার্স দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ আইওএস অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের জন্যও এমন একটি ফিচার্স আসতে চলেছে।