Advertisment

WhatsApp group feature: হোয়াটসঅ্যাপ গ্রুপ কলিংয়ের সুযোগ এবার অ্যান্ড্রয়েড ও আই ফোনে

WhatsApp group video and audio call feature: প্রথমে কোনও একজনের সঙ্গে ভিডিও কল শুরু করুন।কল শুরুর পরেই ওপরের ডান দিকের কোণে “add participant” আইকন দেখা যাবে। ওই আইকনে ক্লিক করলেই আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলে যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

WhatsApp group video and audio call feature: হোয়াটসঅ্যাপ গ্রুপ কলিংয়ের সুযোগ অ্যান্ড্রয়েড এবং আই ফোনে

WhatsApp group video and audio call: হোয়াটসঅ্যাপ গ্রুপ অডিও-ভিডিও কলের সুবিধা এবার মিলবে সমস্ত আই ফোন এবং অ্যানড্রয়েড ফোনে। এই গ্রুপ কলও হোয়াটসঅ্যাপ চ্যাটের মতোই এন্ডটু এন্ড এনক্রিপটেড থাকবে। ফেসবুক মালিকানাধীন এই কোম্পানি একটি ব্লগ পোস্টে জানিয়েছে, সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রকম নেটওয়ার্কে এই সুবিধে মিলবে।

Advertisment

গত বছর দুয়েক ধরে হোয়াটসঅ্য়াপে ভয়েস ও ভিডিও কলের সুবিধে পাচ্ছেন গ্রাহকরা। হোয়াটসঅ্যাপ সংস্থার দাবি, প্রতি মিনিটে ২ বিলিয়ন ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ কল করে থাকেন।

হোয়াটসঅ্যাপ অডিও বা ভিডিওয় গ্রুপ কল করার জন্য, শুরুতে যে কোনও একজনকে কল করতে হবে। তারপর ওপরের ডানদিকের কোণে “add participant” আইকনে ট্যাপ করে অন্যদের কলে অ্যাড করা যাবে। গ্রুপ ভিডিও ও ভয়েস কলে সর্বাধিক চারজন ব্যবহারকারী অংশ নিতে পারবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও ও অডিও কলের সুবিধা এতদিন মিলছিল অ্যান্ড্রয়েড বিটা 2.18.189 এবং v2.18.192 ভারসনে পাওয়া যাচ্ছিল।

WhatsApp group audio and video call features for Android, iOS

কী করে হোয়াটসঅ্যাপে গ্রুপ ভিডিও কল করবেন?

প্রথমে কোনও একজনের সঙ্গে ভিডিও কল শুরু করুন।কল শুরুর পরেই ওপরের ডান দিকের কোণে “add participant” আইকন দেখা যাবে। ওই আইকনে ক্লিক করলেই আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট খুলে যাবে। সেখান থেকে বেছে নিন,  কাকে ওই কলে অ্যাড করতে চান। শুরু করে দিন গ্রুপ ভিডিও কলিং। একইভাবে যুক্ত করতে পারবেন তৃতীয় পার্টিসিপ্যান্টকেও। একই পদ্ধতি ব্যবহার করুন অডিও কলিংয়েও।

Whatsapp
Advertisment